ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক :  তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় ৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন কারারাক্ষী ও ২৯ জন বন্দি রয়েছে।

কারাগারে আটক ইসলামিক স্টেটের দন্ডপ্রাপ্ত সন্ত্রাসীরা এ দাঙ্গার সূত্রপাত ঘটিয়েছে বলে সোমবার দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন।

বিচার মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাতে রাজধানী দুশানবে থেকে ১০ কিলোমিটার পূর্বে ভাখদাত শহরে অবস্থিত কারাগারটিতে দাঙ্গার ঘটনা ঘটে। বন্দিরা তাদের কাছে থাকা ছুরি দিয়ে তিন কারারাক্ষী এবং পাঁচ বন্দিকে হত্যা করে। দাঙ্গায় উস্কানিদাতাদের মধ্যে অন্যতম হচ্ছেন তাজিক স্পেশাল ফোর্সের কর্নেল গুলমুরোদ খালিমভের ছেলে বেখরুজ গুলমুরোদ। ২০১৫ সালে কর্নেল গুলমুরোদ সিরিয়ায় পালিয়ে যেয়ে আইএসে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি নিহত হন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, কারারক্ষীরা ২৪ বন্দিকে হত্যা করেছে। কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ওই কারাগারে এক হাজার ৫০০  বন্দি আছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়