ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অর্থমন্ত্রীর কাছে বাজেট প্রস্তাবনা পেশ করেছে বিসিএস

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থমন্ত্রীর কাছে বাজেট প্রস্তাবনা পেশ করেছে বিসিএস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রণয়নের জন্য মুসক ও কর সংক্রান্ত বিধিবিধানের উপর বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রস্তাবনা ও সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে পেশ করেছেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।

আজ মঙ্গলবার, রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রস্তাবনা ও সুপারিশমালা জ্ঞাপন করা হয়।

বিসিএসের দেয়া প্রস্তাবনায় সেবার কোড- এস০৯৯.১০ তথ্যপ্রযুক্তি নির্ভর সেবাকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত আয়কর অব্যাহতি দেয়া রয়েছে। বিসিএস আয়কর অব্যাহতি সীমা ২০২৪ সাল পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব পেশ করে এবং উৎসমূল্য সংযোজন কর এর আওতাবহির্ভূত রাখার দাবি জানায়। কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ তৈরিতে উৎসাহ প্রদানের জন্য এ খাতে ৫০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়।

এছাড়া দেশে কম্পিউটার শিল্প গড়ে তোলার লক্ষে পূর্ণ কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ তৈরির জন্য এসকেডি/সিকেডি পণ্যের সকল পর্যায়ে সমুদয় ভ্যাট প্রত্যাহার করার জন্য আবেদন করা হয়। এই ভ্যাট প্রত্যাহার হলে দেশীয় বিনিয়োগ ও কর্মসংস্থান ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। একইভাবে কম্পিউটার পণ্য আমদানি হার ৩০ শতাংশ হ্রাস পাবে। অর্থমন্ত্রীর ঘোষিত জিডিপি ৮ শতাংশ অতিক্রম করা সহজ হবে। এছাড়াও ২২ ইঞ্চি এবং ২৪ ইঞ্চি মনিটরের মধ্যে আন্তর্জাতিক মূল্যের পার্থক্য খুবই কম। সেহেতু ২৪ ইঞ্চি মনিটরের উপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করে বিসিএস।

কম্পিউটার শিল্পকে এগিয়ে নিতে এই খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন অর্থমন্ত্রী। এসময় বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক ইঞ্জি. সুব্রত সরকার, বিসিএস সদস্য গৌতম সাহা উপস্থিত ছিলেন।
 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়