ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

১৯ জুলাই থেকে স্পেস ইনোভেশন সামিট

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৯ জুলাই থেকে স্পেস ইনোভেশন সামিট

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : মহাকাশ বিজ্ঞান ও গবেষণা যন্ত্রপাতি সম্পর্কিত বিভিন্ন আবিষ্কারকে উৎসাহিত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্পেস ইনোভেশন সামিট-২০১৯।’ এই সামিটের আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশ।

আগামী ১৯ ও ২০ জুলাই, রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই সামিটে দুটি ওয়ার্কশপ ও ৪ সেশনে মোট ১৬টি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়েছে। দেশে ও দেশের বাইরে থেকে প্রায় ২৪ জন বক্তা এই সামিটে বক্তব্য রাখবেন। এছাড়াও থাকছে মহাকাশ গবেষণার যন্ত্রপাতি নিয়ে একটি প্রদর্শনী।

স্পেস ইনোভেশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর ও হেড এয়ার কমোডর মো. আব্দুস সালাম।

বক্তাদের মধ্যে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন আজাদুল হক, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জিরো রোবটিক্স ল্যাবের প্রধান মিজানুল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল, ডেল এর সলিউশ্যন আর্কিটেকচার ডিরেক্টর মো. মাহাদী উজ জামান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর অ্যাসোসিয়েট ডিন ও ফেকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মো. আব্দুর রাহমান, ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ (আইইউবি) এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. এম আশরাফুল আমীন, আইইউবি ইইই ডিপার্টমেন্ট এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. এম আব্দুর রাজ্জাক, এআইইউবি এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চৌধুরী আকরাম হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ও ব্র্যাক অন্বেষা টিমের উপদেষ্টা ড. মোহাম্মদ খলিলুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফি ও ইঞ্জিনিয়ার রাইহানা সামস ইসলাম অন্তরা, ব্র্যাক ইউনিভার্সিটির স্যাটেলাইট অপারেশন ইঞ্জিনিয়ার মো. সৌরভ, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) এর রিসার্চ অ্যাসোসিয়েট জুবায়ের আল বিল্লাল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার রবি সংকর শীল, থেলেস এনএল এর ওয়াটারফ্রন্ট ইঞ্জিনিয়ার আইনুল হুদা, থেলেস অ্যালেনিয়া স্পেস এর স্যাটেলাইট অপারেশন ইঞ্জিনিয়ার ওমর শাহজালাল সান্তনু, তাওহিদুল ইসলাম ও বিজয় তালুকদার।

আয়োজনটিতে দুই দিনব্যাপী সেশনগুলোর মধ্যে প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকছে ‘রকেট টেকনোলজি এ টু জেড’ এবং দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত থাকছে ‘স্যাটেলাইট মেকিং অ্যান্ড কমিউনিকেশন’। দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকছে ‘রোবট ফর স্পেস এক্সপ্লোরেশন’ এবং দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত থাকছে ‘ক্যারিয়ার অ্যাট নাসা’।

সামিটে প্রথম দিনে দিনব্যাপী ‘গ্রাউন্ড স্টেশন মেকিং উইথ স্যাটেলাইট ট্র্যাকিং অ্যান্ড ইমেজ রিসিভিং’ বিষয়ে ৩০ জনকে হাতেকলমে একটি ওয়ার্কশপ করানো হবে এবং দ্বিতীয় দিনেও থাকছে ‘সিমুলেশন বেসড রকেট মেকিং’ এর ওপর হাতেকলমে দিনব্যাপী ওয়ার্কশপ।

এছাড়াও আয়োজনটিতে বিশেষ চমক হিসেবে থাকছে এপোলো-১১ চাঁদে ভ্রমণের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১ ঘন্টাব্যাপী বিশেষ আয়োজন।

মহাকাশ বিজ্ঞান ও স্যাটেলাইট নিয়ে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী যে কেউ ‘স্পেস ইনোভেশন সামিট’ এ অংশগ্রহণ করতে পারবেন। সামিটের আহবায়ক মাহমুদ মুসা বলেন, ‘তরুণদের মাঝে মহাকাশ বিজ্ঞানকে আরো বেশি জনপ্রিয় করা এবং সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশদভাবে তাদের কাছে তুলে ধরার জন্যে দুই দিনে প্রায় ১৮টির মতো সেমিনার হবে। আমরা আশা করছি এই সামিটের মাধ্যমে আমাদের তরুণরা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং ভবিষ্যতে গবেষণায় ভূমিকা রাখতে পারবে।’

সামিটে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে ৩০ জুনের মধ্যে। বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট:



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়