ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিউজিল্যান্ড সফরে লক্ষ্যের কথা জানালেন রুবেল

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ড সফরে লক্ষ্যের কথা জানালেন রুবেল

ক্রীড়া প্রতিবেদক : গত বছর অস্ট্রেলয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বল হাতে দ্যুতি ছড়িয়েছিলেন বাংলাদেশি পেসার রুবেল হোসেন।

 

ওই কন্ডিশন বিবেচনায় হয়তো রুবেলকে স্কোয়াডে ডেকেছেন বাংলোদেশি নির্বাচকরা। প্রথমে মিস করলেও পরে স্কোয়াডে জায়গা পেয়ে খুশি রুবেল। নিউজিল্যান্ড সফরে সেরা একাদশে জায়গা পেলে কি করতে চাইবেন রুবেল?

 

নিউজিল্যান্ড সফরে নিজের লক্ষ্যের কথা জানিয়ে রুবেল বলেন, ‘আল্লাহর রহমতে এখন আমি যাচ্ছি। যে কয়দিন অস্ট্রেলিয়াতে থাকব ভালোমতো অনুশীলন করবো মনোযোগ দিয়ে। নিউজিল্যান্ডে ম্যাচ খেলার যদি সুযোগ পাই অবশ্যই ভালো খেলার চেষ্টা করব।’

 

তবে দুই দফায় বাংলাদেশি ক্রিকেটারা অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য ছুটে গেলেও এখন যেতে পারছেন না রুবেল। এখনও যেতে না পারায় মিস করছেনে কিনা জানতে চাইলে রুবেলের জবাব, ‘অবশ্যই মিস করছি। কারণ আমাদের সব খেলোয়াড়ই চলে গেছে। আমরা হয়তো আজ কালের মধ্যে চলে যাবো। সবাই ওখানে অনুশীলন করছে। ওইখানে আমরাও কয়েকদিন অনুশীলন করলে আমাদের জন্য ভালো হত।’

 

যে কোনো ফরম্যাটেই ভালো করার কথা জানিয়ে রুবেল বলেন, ‘আমি যেটাতে সুযোগ পাই আমাকে পারফর্ম করতে হবে। আমি যদি সুযোগ পাই কঠোর চেষ্টা করব। আমি আমার সেরা পারফরম্যান্স মাঠে শো করতে চাই।’

 

নিউজিল্যান্ডে আগের অভিজ্ঞতার কথা স্মরণ করে রুবেল জানান, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে আমি খেলেছি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা দেখছেন আপনারা। ওখানকার কন্ডিশনে এখন বোলিং করাটা চ্যালেঞ্জ।এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে পেস বোলারদের জন্য সব সময় সহায়তা থাকে। আমরাও ওই জোর নিয়ে পেস বোলাররা যাচ্ছি।’

 

বিপিএলের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে রুবেল বলেন, ‘বিপিএলে আমি যে রকম রিদমে ছিলাম আমার কাছে মনে হয়, আমি ঠিক আছি। মনে হয় আগের জায়গায় আসতে পারছি। প্রধান হচ্ছে আত্মবিশ্বাসটা। কয়েকটা ম্যাচে যদি রিদম নিয়ে বোলিং করা যায় আত্মবিশ্বাস চলে আসে। আমার কাছে মনে হয় আমরা আত্মবিশ্বাস আল্লাহর রহমতে ভালো আছে। এটা এখন আমাকে মাঠে প্রমাণ করতে হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়