ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এমপি লিটন হত্যাকারীরা অচিরেই ধরা পড়বে’

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এমপি লিটন হত্যাকারীরা অচিরেই ধরা পড়বে’

বক্তব্য রাখছেন আইজিপি শহীদুল হক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িতরা অচিরেই ধরা পড়বে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০১৩ সালে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় একসঙ্গে চার পুলিশকে হত্যা করা হয়। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জে এমপি মনজুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লিটনের খুনিরা কোনোভাবেই পার পাবে না, তারা অচিরেই ধরা পড়বে।

তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী জঙ্গিচক্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোককেই হত্যা করছে। আসলে এদের কোনো ধর্ম নেই। এ দেশে জঙ্গিদের ঠাঁই হবে না। ইতোমধ্যে অনেক জঙ্গি ধরা পড়েছে, আত্মসমর্পণ করেছে, অনেকে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকিরা অচিরেই ধরা পড়বে।

জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এমপি লিটনের স্ত্রী সৈয়দ খুরশিদ জাহান স্মৃতি ও বোন আফরোজা বানু প্রমুখ।



রাইজিংবিডি/গাইবান্ধা/ ১০ জানুয়ারি ২০১৭ /মোমেনুর রশিদ সাগর/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়