ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় অননুমোদিত গেস্ট হাউজ রেস্টুরেন্ট, হোটেল, বারসহ অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। 

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।

বনানীতে নির্মাণাধীন একটি ভবনের আবশ্যিক উন্মুক্ত স্থানে  (সেটব্যাক) অবৈধভাবে নির্মিত একটি কক্ষ উচ্ছেদ করা হয়। রূপসা টাওয়ারের নিচতলায় কার-পার্কিংয়ের স্থানে অভ্যর্থনা কক্ষ এবং নিরাপত্তারক্ষীর কক্ষ উচ্ছেদ করে পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করা হয়।

নর্দান ক্যাফে রেস্টুরেন্ট ও ফাইভ স্টার ফাস্টফুড শপের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের অফিস হিসেবে ব্যবহৃত একটি কক্ষ ভেঙে পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করাসহ ফুটপাতের ওপর করা অবৈধ বাগান উচ্ছেদ করা হয়। আল হুমাইরা কনসালটেন্সি সার্ভিসের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বলেন, রাজউক রাজধানীর বনানীতে এলাকায় অভিযান চালিয়েছে। এ সময় অননুমোদিত হোটেল, স্থাপনা গেস্ট হাউজ ভেঙে উচ্ছেদ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/আসাদ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়