ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিক্ষিত জাতিই পারে সমাজ-সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। এই মূলমন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে-প্রাণে ধারণ করেন এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের বাবার শাসন ও মায়ের মমতায় ঘেরা আহ্লাদের জীবন নেই। এখানে আছে অনুশাসন, জীবন গড়ার উত্তম দিকনির্দেশনা। আছে শিক্ষকের জ্ঞানদানের অফুরন্ত ভাণ্ডার, যা আপনাকেই আগ্রহী ও মনোযোগী হয়ে অর্জন করে নিতে হবে।

এ সময় তিনি শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের নানা অবদানের কথা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএএম মেশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রস্টির চেয়ারম্যান মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য ড. মো. হুমায়ুন কবির চৌধুরী, অধ্যাপক এমিরাটস ড. এম শমশের আলী প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়