ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ট্রাম্পের অনুকরণে ছবি

তৈয়বুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের অনুকরণে ছবি

আন্তর্জাতিক ডেস্ক : গর্ভপাতবিরোধী একটি নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের দৃশ্য অনুকরণ করে নিজ দেশের একটি আইনে সই করেছেন সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেলা লাভিন। ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুইডেনের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, নতুন আইনে সই করার সময় ইসাবেলার চারপাশে ছিলেন নারী সহকর্মী। পুরুষ সহকর্মীদের কোনো চিহ্নও ছিল না সেখানে।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে, দেশটির আবহাওয়াবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করছেন ইসাবেলা লাভিন।

ছবি দুটোর মধ্যে তুলনা করলে দেখা যায় যে, নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্পের আশপাশে কোনো নারী ছিলেন না।

ইসাবেলার ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে দুটি ছবির তুলনামূলক চিত্র নিয়ে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ গণমাধ্যমে।

একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘সুন্দর ছবি। আমি আশা করছি, এই ছবি আপনি পাঠাবেন সমুদ্রের (আটলান্টিক) ওপারের পুরুষদের কাছে।’

‘আবার আপনি আমাদের এই গ্রহটিকে মহিমান্বিত করলেন,’ লিখেছেন আরেক ব্যবহারকারী।

কিমিনি ডেলফোস নামের আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘এই ছবি দেখে কারো উত্তেজিত হওয়া ঠিক হবে না।’ তিনি সকলকে শান্ত থাকার পরামর্শ দেন।



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৭/তৈয়বুর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়