ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেলায় ১৪৬ নতুন বই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় ১৪৬ নতুন বই

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় ২৪তম দিনে নতুন বই এসেছে ১৪৬টি। এর মধ্যে ৫৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলা একাডেমির তথ্যমতে, অনিন্দ্য প্রকাশ এনেছে আবু নাছের টিপুর ‘শিক্ষা সংস্কারের দুইশ বছর’, মোহিত কামালের ‘স্বপ্নডানা’, পাঞ্জেরি পাবলিকেশন্স এনেছে ইমদাদুল হক মিলনের ‘নিজের পেটে নিজেই হজম’, শিশু কিশোর প্রকাশন এনেছে আলী ইমামের ‘নিজেই বানাও বিজ্ঞানের প্রজেক্ট’, সেলিনা হোসেনের ‘প্রিয় মানুষ শেখ মুজিব’, ও ‘হরতালের ভূত বাবা’, রকিব হাসানের ‘ভূত ও গোয়েন্দা’।

কালিকলম এনেছে রকিব হাসানের ‘চিলে কোঠার ভূত’, মিজান পাবলিকেশন্স এনেছে ফকির আলমগীরের ‘পালাগানের সেকাল একাল’, বিপিএল এনেছে ‘প্রীত জেরার মুখোমুখি’, চন্দ্রাবতী একাডেমি এনেছে মঞ্জু সরকারের ‘অচল ঘাটের আখ্যান’,  মিজান পাবলিকেশন্স এনেছে ফাল্গুনী হামিদের ‘মহাজাতিক প্রাণীর সাথে’।

গ্রন্থকুটির এনেছে ঝর্ণা দাশ পুরাকায়স্থর ‘দুই করবির দিন’, শোভা প্রকাশ এনেছে হাসান হাফিজের ‘১০০ কবির প্রেমের কবিতা’, অন্য প্রকাশ এনেছে ইমদাদুল হক মিলনের ‘মুক্তিযুদ্ধের বাছাই গল্প’, পিয়াল প্রিন্ট এনেছে রুমানা চৌধুরীর ‘আমার চেতনায় একুশ’, কথা প্রকাশ এনেছে লুৎফর রহমান রিটনের ‘ভ্রমর যেথায় হয় বিরাগি’, আলম তালুকদারের ‘ভূতের সঙ্গে ভূত আমি’।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়