ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইনস্টিটিউট হচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইনস্টিটিউট হচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র

সচিবালয় প্রতিবেদক : সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রকে ইনস্টিটিউটে উন্নীত করা হচ্ছে।

এজন্য ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘১৯৯৮ সাল থেকে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। এখন এটাকে ইনস্টিটিউটে উন্নীত করা হচ্ছে। এজন্যই আইনটি আনা হয়েছে।’

ইনস্টিটিউটে নির্বাহী পরিষদ কিংবা নির্বাহী কাউন্সিল নামের একটি উচ্চমানের কমিটি থাকবে। এর প্রধান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। এতে ১৮ ক্যাটাগরির সদস্য রাখা হয়েছে। মনোনীত সদস্যদের মেয়াদ হবে তিন বছর। নির্বাহী কাউন্সিল বছরে কমপক্ষে দুবার সভা করবে বলেও জানান সচিব।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘ইনস্টিটিউটের দৈনন্দিন কার্যক্রমের জন্য একটি একাডেমিক কাউন্সিল থাকবে। এর প্রধান হবেন ইনস্টিটিউটের মহাপরিচালক। রেজিস্ট্রার হবেন এর সদস্য সচিব। কাউন্সিলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি রাখা হবে।’

তিনি বলেন, ‘এই ইনস্টিটিউট ডিপ্লোমা কিংবা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি বা অন্য কোনো উপাধি দিতে পারবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়