ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘মুস্তাফিজ ভোগাবে লঙ্কানদের’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুস্তাফিজ ভোগাবে লঙ্কানদের’

গলে প্রথম টেস্টের আগে সোমবার শেষ দিনের অনুশীলনে বল করছেন মুস্তাফিজুর রহমান

গল থেকে ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘদিন পর মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে সাদা পোশাকে লাল বল হাতে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের বাঁহাতি পেসার মঙ্গলবার গলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামবেন। ২০১৫ সালের জুলাই-আগস্টের পর প্রথম।

মুস্তাফিজ শতভাগ ফিট আছেন। জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। পাশাপাশি সোমবার শেষ দিনের অনুশীলনে নিজেকে দারুণভাবে ঝালিয়েও নিয়েছেন ‘কাটার মাস্টার’। বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে নিয়ে প্রায় ৫ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ।

প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজ বল করেছিলেন ১২ ওভার। পেয়েছিলেন ২৮ রানে ২ উইকেট। সব মিলিয়ে ২২ গজের ক্রিজে বৈচিত্র্যময় বোলিং করতে আবারও প্রস্তুত মুস্তাফিজ। মুশফিকুর রহিম মনে করেন, মুস্তাফিজের বোলিং স্বাগতিক ব্যাটসম্যানদের ভোগাবে।

মুস্তাফিজকে নিয়ে মুশফিক বলেন, ‘মুস্তাফিজ ফিট হয়ে উঠেছে। এটা আমাদের জন্য বড় একটি প্লাস পয়েন্ট। এ ধরনের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য অনেক ভোগাবে ওদের। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওকে খেলতে ওদের খুব সমস্যাও হবে। ওদের দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা মুস্তাফিজকে এর আগে খেলেনি। এটা আমাদের জন্য বিশাল অ্যাডভান্টেজ।’

লঙ্কানদের বিপক্ষে এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ১৯ রানে নিয়েছিলেন ১ উইকেট। এবার প্রথমবারের মতো বড় দৈর্ঘ্যের ক্রিকেটে সিংহের দলের বিপক্ষে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ।



রাইজিংবিডি/গল (কলম্বো)/৬ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়