ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ম্লান হয়ে গেছে স্বাধীনতা : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্লান হয়ে গেছে স্বাধীনতা : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যে ত্যাগ-তিতিক্ষা নিয়ে একাত্তরে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, স্বাধীনতার দীর্ঘ সময় পর সেই চেতনা ম্লান হয়ে গেছে।’

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসের র‌্যালি উদ্বোধনের সময়ে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ র‌্যালি করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি হয়েছে। গণতন্ত্র লুণ্ঠিত। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতাসহ সবকিছু লুপ্ত হয়ে গেছে।’

তিনি বলেন, ‘সরকার যদি জঙ্গিবাদকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে এবং গণতন্ত্রকে মুক্তি দেয়, তাহলে জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের সমস্ত মানুষ রুখে দাঁড়াবে।’

‘বাংলাদেশের মানুষ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, জঙ্গিবাদকেও প্রশ্রয় দেবে না। একই সঙ্গে বাংলাদেশের মানুষ স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোশ করবে না। কারো কাছে মাথা নত করবে না,’ বলেন মির্জা ফখরুল।

বিএনপি গণতন্ত্র পুরুদ্ধারে আন্দোলন করছে, এ দাবি করে দলটির মহাসচিব বলেন, ‘সেজন্য মহান স্বাধীনতার এই দিনে খালেদা জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সংগ্রামে নেমে পড়তে হবে।’

আলাপ-আলোচনার মাধ্যমে একটি অবাধ নির্বাচনে ক্ষেত্র প্রস্তুত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনের ব্যবস্থা নিন।’

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। পরে তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আধুনিক বাংলাদেশের ভিত্তি তৈরি করেছেন।’

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র‌্যালিটি নয়াপল্টন থেকে বিজয়নগর মোড়-কাকরাইল-শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দরটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়