ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জিততে কলকাতার চাই ১৬১ রান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিততে কলকাতার চাই ১৬১ রান

ক্রীড়া ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সকে ১৬১ রানের টার্গেট ছুড়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নামে দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জয়ের জন্য কলকাতাকে করতে হবে ১৬১ রান।

ব্যাট হাতে দিল্লির ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন সঞ্জু স্যামসন। ৩৮ বলে খেলা তার এই ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কার মার ছিল। ৪৭ রান করেন শ্রেয়াস ইয়ার। তার ইনিংসে ৪টি চার ও ১ টি ছক্কার মার ছিল। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান করেন করুন নায়ার।

বল হাতে কলকাতার নাথান কাল্টার নীল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।

৮ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ৬ ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দিল্লি। অবশ্য তারা অন্যান্য দলের চেয়ে বেশ কয়েকটি ম্যাচ কম খেলেছে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ