ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েছিল : মোমেনা চৌধুরী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েছিল : মোমেনা চৌধুরী

বিনোদন ডেস্ক : শূন্যন রেপার্টরি থিয়েটারের নাটক ‘লাল জমিন’। এ নাটকটি সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সংগঠনটির প্রধান নির্বাহী মোমেনা চৌধুরীর হাতে ১১ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা হয় মোমেনা চৌ্ধুরীর। তিনি বলেন, ‘লাল জমিন নাটকটি মুক্তিযুদ্ধের নাটক। প্রতিটি বাঙালির সামনে এ নাটকটি মঞ্চায়নের একটি স্বপ্ন ছিল। তারই ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দিয়েছিলাম। আমাদের মাননীয় মন্ত্রী এ নাটকটি দেখেছেন। এরপর তিনি মন্তব্য করেন, হ্যাঁ, নাটকটি মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। এছাড়া আবদুল্লাহ আবু সায়ীদ স্যারও নাটকটি দেখেছেন। তিনিও মনে করেন, নাটকটি তরুণ প্রজন্মকে দেখানো প্রয়োজন। সেই ভাবনা থেকেই বিষয়টি নিয়ে লেগে ছিলাম। তারপরই এই অনুদান পেলাম।’

 



এই প্রকল্পের আওতায় গত ৯ অক্টোবর নগরীর রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষাসচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ অনেকে। ৪৪টি জেলা-উপজেলার পাশাপাশি বিভিন্ন কলেজে নাটকটির প্রদর্শনী হবে বলেও জানান তিনি।    

এ প্রসঙ্গে মোমেনা চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘এর আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় সাতটি কলেজে আমরা এই নাটকটি মঞ্চস্থ করেছি। কলেজে যে কটা শো করেছি সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে খুবই ভালো রিঅ্যাকশন পেয়েছি। প্রত্যেকটি শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েছিল। মাত্র এক ঘণ্টার একটি নাটকের মধ্য দিয়ে তারা আমাদের মুক্তিযুদ্ধকে দেখেছে। এমন অভিজ্ঞতা থেকেই আমাদের মনে হয়েছে বিভিন্ন কলেজগুলোতে নাটকটির প্রদর্শনী করা প্রয়োজন।’

মোমেনা চৌধুরী আরো জানান,  ১১ লাখ টাকার মধ্যে ১ লাখ ৯৮ হাজার টাকা ভ্যাট আর ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয়েছে। বাকি টাকা দিয়ে পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। এই প্রকল্পের আওতায় আগামী ২৪ নভেম্বর টাঙ্গাইল, ২৫ নভেম্বর মানিকগঞ্জ, ২৬ নভেম্বর গাজীপুর আর ২৭ নভেম্বর নারায়ণগঞ্জে ‘লাল জমিন’ নাটকের প্রদর্শনী হবে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি শিল্পকলা একাডেমি নাটকটির মঞ্চায়নের বিষয়ে সহযোগিতা করবে।

 



মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ‘লাল জমিন’ নাটকে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী।

২০১১ সালে ১৯ জুলাই ‘লাল জমিন’ নাটকের প্রথম প্রদর্শনী হয়। এরপর বাংলাদেশ, ভারত, লন্ডন, যুক্তরাষ্ট্রের মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসিত হয়েছে। আজ সন্ধ্যায় নগরীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির ১২৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়