ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আজহারের রেকর্ড ছুঁলেন কোহলি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজহারের রেকর্ড ছুঁলেন কোহলি

সেঞ্চুরি করার পথে শট খেলছেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক : সাতটি দেশের বিপক্ষে টেস্ট খেলে শুধু বাংলাদেশের সঙ্গেই সেঞ্চুরি ছিল না বিরাট কোহলির। ভারতীয় ব্যাটিং সেনসেশন হায়দরাবাদে আজ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তিন অঙ্ক ছুঁয়ে বৃত্ত পূরণ করলেন।

পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে এখনো কোনো টেস্ট খেলা হয়নি কোহলির। বাকি সাতটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষেই এখন অন্তত একটি করে সেঞ্চুরি হলো তার।

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন শেষে ১১১ রানে অপরাজিত থাকা কোহলি একটি রেকর্ডও ছুঁয়েছেন। ভারতীয় অধিনায়ক হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৯ সেঞ্চুরি এখন কোহলির। অধিনায়ক হিসেবে সমান ৯ সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিনও।

কোহলি-আজহারের ওপরে আছেন কেবল সুনীল গাভাস্কার (১১ সেঞ্চুরি)। গত বছর চার সেঞ্চুরির তিনটিকেই ডাবলে পরিণত করা কোহলি যেভাবে ছুটছেন তাতে গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়া স্রেফ সময়ের ব্যাপার মাত্র!



রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়