ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রায় চূড়ান্ত শ্রীলঙ্কা সফরের দল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রায় চূড়ান্ত শ্রীলঙ্কা সফরের দল

সোমবার জানা যাবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের দল

ক্রীড়া প্রতিবেদক : এরই মধ্যে বাংলাদেশের শ্রীলঙ্কার সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। টেস্ট ম্যাচ দিয়ে শুরু শ্রীলঙ্কা সফরের জন্য আগামী সোমবার বিকেলে বাংলাদেশ দল ঘোষণা করবেন নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

হায়দরাবাদ টেস্টের দল থেকে খুব একটা পরিবর্তন হবে না বলেই জানালেন মিনহাজুল আবেদিন। শনিবার মিরপুরে প্রধান নির্বাচক বলেন, ‘দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০ তারিখ (সোমবার) বিকেলে দল ঘোষণা হবে। বড় কোনো পরিবর্তন হবে না। হায়দরাবাদে যে স্কোয়াডটা ছিল, সেখান থেকে একটা-দুইটা এদিক-ওদিক হবে। ফিটনেসকে আমরা গুরুত্ব দিচ্ছি। মাঠে পাঁচ দিন খেলার এনার্জির দিকটা বেশি গুরুত্ব দিচ্ছি। সেরা দলটাই আমরা দেওয়ার চেষ্টা করছি।’

গত নিউজিল্যান্ড সফরে ২২ জনের দল পাঠিয়েছিল বিসিবি। তবে শ্রীলঙ্কা সফরে যাবে ১৫ জনের দল। মিনহাজুল আবেদিন জানালেন, ১৫ সদস্যের দলের সঙ্গে ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রাখা হবে আরো একজনকে, ‘১৫ জনের দলই হবে। তবে প্রাথমিকভাবে ১৬ জনকে পাঠাব। একজন অতিরিক্ত যাবে। শ্রীলঙ্কায় একটু গরম বেশি থাকবে। ফাস্ট বোলাররা ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এর পর ওখান থেকে ১৫ জনের দল করে দেব।’

এ বছর এরই মধ্যে তিনটি টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ। এই তিন টেস্টের অভিজ্ঞতা শ্রীলঙ্কা সফরে কাজে লাগবে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের, ‘শ্রীলঙ্কা সফর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরই মধ্যে বিদেশের মাটিতে তিনটা টেস্ট খেলেছি। এই অভিজ্ঞতায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা আমরা একটু অন্যভাবে নিচ্ছি। বিদেশের মাটিতে আমাদের অনেক ঘাটতি ছিল। এই তিন টেস্টের অভিজ্ঞতা শ্রীলঙ্কায় ভালোভাবে কাজে লাগাতে পারব আশা করি।’

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। দল শ্রীলঙ্কায় রওনা হবে ২৭ ফেব্রুয়ারি। আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।

শ্রীলঙ্কা সফরে আগামী ২ ও ৩ মার্চ মোরাতুয়ায় একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৭ মার্চ গলে শুরু প্রথম টেস্ট। ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, যেটি বাংলাদেশের শততম টেস্ট। ২২ মার্চ কলম্বোয় ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ। ডাম্বুলায় ২৫ ও ২৮ মার্চ হবে প্রথম দুই ওয়ানডে, শেষ ম্যাচটি কলম্বোর এসএসসিতে ১ এপ্রিল। দুটি টি-টোয়েন্টি ম্যাচ ৪ ও ৬ এপ্রিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়