ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচকদের নজরেই আছেন তুষার-অলোক-নাঈমরা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচকদের নজরেই আছেন তুষার-অলোক-নাঈমরা

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে অলোক কাপালির রান ১১ ইনিংসে ৫৯৮, জুনায়েদ সিদ্দীকির ১০ ইনিংসে ৫৬৮, তুষার ইমরানের ৭ ইনিংসে ৫১৮।

বিসিএলে এখন পর্যন্ত তুষারের রান ৫ ইনিংস ৪৫৪, নাঈম ইসলামের ৫ ইনিংসে ২৯৬, জুনায়েদের ৬ ইনিংসে ২৫৫।
ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মাররা এখন জাতীয় দল থেকে বহুদূরে। ধারাবাহিকভাবে পারফর্ম করে গেলেও জাতীয় দলে ফেরার কোনো সুযোগ পাচ্ছেন না অনেক সিনিয়ার ক্রিকেটার। বরাবরের মত দলের নির্বাচক প্যানেল এবারও শোনালেন আশার কথা।  জানালেন, ঘরোয়া ক্রিকেটে যারা ধারাবাহিকভাবে ভালো করছেন তারা নির্বাচক প্যানেলের নজরেই আছেন। 

মঙ্গলবার জাতীয় দলের দল ঘোষণার পর এক প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদীন নান্নু বলেন,‘আমাদের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু খেলোয়াড় কিছুদিন ধরেই অসাধারণ পারফরম্যান্স করছে। নাম যদি বলি তুষার ইমরান, অলোক কাপালিরা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে চলছে। এরা আমাদের নজরে আছে। বয়সের জন্য তাদেরকে আমরা আমাদের নজরের বাইরে নিয়ে যাইনি।’

কিভাবে ফিরবেন তারা, সে কথাও জানালেন মিনহাজুল। তার ভাষ্য,‘আমাদের ‘এ’ দলের সফর হচ্ছে না অনেকদিন ধরে। সেই সঙ্গে গত এক বছরে এইচপির কোন প্রোগ্রাম আমরা করতে পারিনি। তাদেরকে একটা প্লাটফর্ম আমাদের দিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে হলে অবশ্যই ‘এ’ টিম কিংবা এইচপি টিমের হয়ে কোন সফর করতে হবে। দেখতে হবে তারা কে কোন পজিশনের জন্য পারফেক্ট।’ 

আশার আলো দেখানোর পর ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড নিয়েও প্রশ্নও তুলেছেন মিনহাজুল,‘বিকেএসপিতে যে উইকেটে খেলা হয়, পৃথিবীর আর কোন দেশে এমন ফ্লাট উইকেটে খেলা হয় না। যে সমস্ত খেলোয়াড়রা রান করছে তাদেরকে সুযোগ দিতে গেলে অন্য একটা ফ্লাটফর্ম আগে তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা তাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সক্ষমতা দেখতে পারব। তখন তাদেরকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে। ’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়