ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মুশফিক কিছু না বললে আমাদের কিছু করার নেই’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুশফিক কিছু না বললে আমাদের কিছু করার নেই’

ক্রীড়া প্রতিবেদক: আবারও একই প্রসঙ্গ। মুশফিকুর রহিম কি কিপিং করবেন? ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান গতকাল বলেছিলেন,‘মুশফিকুর রহিম যদি মনে করেন অধিনায়কত্ব, ব্যাটিং ও কিপিং চালিয়ে যেতে পারবেন তাহলে বিসিবি তার সিদ্ধান্তকে গুরুত্ব দিবে।’

আকরাম খান ধারণা দেন, যদি মুশফিক কিপিং করতে না চান তাহলে সেই সিদ্ধান্তকেও স্বাগত জানাবে বিসিবি। প্রধান নির্বাচক আজ শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণার সময়ও একই কথা বললেন। কিপিং নিয়ে সিদ্ধান্ত ঠেলে দিলেন মুশফিকের কোর্টে। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘মুশফিক আমাদের নাম্বার ওয়ান উইকেট রক্ষক। আমার মনে হয় তিনটি পজিশনের কোনটিতেই মুশফিকের অসুবিধা নেই। এখন নিজে থেকে মুশফিক কিছু না বললে আমাদের কিছু করার নেই।’

মুশফিক কিপিং করবেন কি করবেন না সেই বিষয়ে বিসিবির সঙ্গে এখনও আলোচনা হয়নি। তবে শ্রীলঙ্কা সিরিজে ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে আছেন লিটন কুমার দাস। ভারতের হায়দরাবাদ টেস্টেও লিটনকে রেখেছিল বিসিবি। এবারও ব্যাটিং ভাবনায় কাজী নুরুল ইসলাম সোহানকে টপকে লিটনকে বেছে নিয়েছেন নির্বাচকরা।
তবে কিপিংয়ে সোহানকে সবার থেকে এগিয়ে রেখেছেন প্রধান নির্বাচক। তার ভাষ্য,‘যদি উইকেট কিপিং নিয়ে প্রশ্ন হয় তাহলে সোহান অনেক ভালো উইকেট রক্ষক। কিন্তু যদি ব্যাটিং বিষয়টি সামনে আনা হয় সেক্ষেত্রে এগিয়ে লিটন। লিটনকে আমরা ভালো ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভূক্ত করেছি। লিটনের কিপিংয়ের ব্যাপারে আমরা যথেস্ট আত্মবিশ্বাসী। এজন্যই তাকে আমরা সুযোগ দিয়েছি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়