ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফতুল্লায় ম্যাচের নাটাই ওয়ালটনের হাতে

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফতুল্লায় ম্যাচের নাটাই ওয়ালটনের হাতে

ম্যাচের একটি দৃশ্য (ছবি : আব্দুল্লাহ আল মামুন)

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট-বলের অসাধারণ পারফরম্যান্সে ফতুল্লায় ম্যাচের নাটাই নিজেদের কাছে রেখেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

তাদের রানের পাহাড়ে চাপা পড়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ফতুল্লায় তৃতীয় দিন শেষে ওয়ালটন সেন্ট্রাল জোনের সংগ্রহ ৫ উইকেটে ২৬৬ রান। প্রথম ইনিংসে ১১৭ রানের লিডসহ মোট ৩৮৩ রানে এগিয়ে আছে ওয়ালটন। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান ৩২ ও তাইবুর পারভেজ ৫৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।




ষষ্ঠ উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান ৯৭ বলে করেছেন ৯৪ রান। মঙ্গলবার পড়ন্ত বিকেলে অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন তারা। তবে দ্বিতীয় ইনিংসে ওয়ালটনকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মার্শাল আইয়ুব। ডানহাতি মিডল অর্ডার এ ব্যাটসম্যান করেছেন ৭৩ রান।

১২৬ বলে ৮ বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান মার্শাল। মুমিনুলের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে ইসলামী ব্যাংকের বোলারদের কড়া শাসন করেন ওয়ালটনের সহ-অধিনায়ক। এছাড়া মেহরাব হোসেন জুনিয়র ১৩১ বলে ৩৮ এবং আব্দুল মজিদ ৩২ বলে করেছেন ৩৬ রান।



এর আগে মঙ্গলবার সকালে ৬ উইকেটে ১১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইসলামী ব্যাংক। মাত্র এক ঘন্টায় শেষ চার উইকেট হারিয়ে ২১১ রানে অলআউট হয় তারা। ব্যাট হাতে ঝড় তোলেন আবুল হাসান। শুভাগত হোমের বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পড হওয়ার আগে ৫৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন আবুল হাসান।

শেষ তিন ব্যাটসম্যান হিসেবে আউট হন সাকলায়েন সজীব (৪), আবু জায়েদ (২) ও ইবাদত হোসেন (০)। আগের দিন ৪ উইকেট পেলেও শরীফ আজ কোনো উইকেট পাননি। তবে তার থ্রোতে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ইবাদত হোসেন। দুই স্পিনার শুভাগত হোম ও মোশাররফ হোসেন রুবেল ২টি করে উইকেট নেন।



শুরুর দিকে ভালো করতে না পারলেও বিসিএলে শিরোপার লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ইনজুরি কাটিয়ে দলের অভিজ্ঞ ক্রিকেটাররা ফিরে আসায় মাঠে খেলোয়াড়রাও ফিরে পেয়েছেন প্রাণ। যার ফল পাচ্ছে ফ্রাঞ্চাইজি ওয়ালটন।




রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়