ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২২৭ রানে জয় পেল ওয়ালটন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২২৭ রানে জয় পেল ওয়ালটন

ম্যাচের একটি দৃশ্য। ছবি: আবদুল্লাহ আল মামুন

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। এই ম্যাচে চারদিনের দুর্দান্ত লড়াই শেষে ইস্ট জোনকে ২২৭ রানে হারিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। 
 

সংক্ষিপ্ত স্কোর:  ওয়ালটন সেন্ট্রাল জোন ৩২৮ ও ২৮২/৭ ডিক্লে.

ইস্ট জোন ২১১ এবং ১৭২/১০

ফলাফল: ওয়ালটন ২২৭ রানে জয়ী

বড় ব্যবধানে জিতল ওয়ালটন: বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে অবশেষে বড় ব্যবধানেই জয়ের দেখা পেল ওয়ালটন। ইসলামী ব্যাংক ইস্ট জোনকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে সেন্ট্রাল জোন। ফলে সব মিলিয়ে ২২৭ রানে বড় ব্যবধানে জয় পায় তারা।

 

ওয়ালটনের জয়ের হাতছানি: ইসলামী ব্যাংক ইস্ট জোনের ৮ উইকেট তুলে নিয়ে জয়ের হাতছানি দেখছেওয়ালটন সেন্ট্রাল জোন। দলীয় ১৩৬ রানে পৌছতেই ৮ উইকেট হারিয়ে বসে দলটি। সবশেষ কামরুল ইসলাম রাব্বীর বলে ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন সাকলাইন সজীব।

অলোক কাপালির ফিফটি: দ্বিতীয় ইনিংসে ইস্ট জোনের ব্যাটিং ব্যর্থতার দিনে দলকে একাই টানছেন অলোক কাপালি। এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৯৭ বল মোকাবেলায় ৫ চার ও ১ ছক্কায় ফিফটি তুলে নেন কাপালি।

৬ উইকেট হারিয়ে চাপে ইস্ট জোন: ওয়ালটনের বেঁধে দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপর্যয়ে ইস্ট জোন। দলীয় ৭৭ রানেই গুরুত্বপূর্ণ ৬টি উইকেট হারিয়ে বসে দলটি। সবশেষ শুভাগত হোমের শিকার হয়ে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন আফিফ হোসেন।

মুমিনুলকে ফেরালেন শুভাগত: ইস্ট জোনের ব্যাটসম্যানদের ভালোই চেপে ধরেছে ওয়ালটনের বোলাররা। দলীয় ৫৬ রানের নির্ভরযোগ্য আরেক ব্যাটসম্যান মুমিনুলকে হারায় ইস্ট জোন। ব্যক্তিগত ১৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মুমিনুলকে ফেরান শুভাগত হোম। 

শুভাগতের বলে বোল্ড জাকির: দলীয় ৪৩ রানে দুই উইকেট পতনের পর ইস্ট জোনের জাকির হাসানকে বোল্ড করেন ওয়ালটনের শুভাগত হোম। সাজঘরে ফেরার আগে ১২ বলে ৭ রান করেন জাকির।

ইস্ট জোন শিবিরে ওয়ালটনের আঘাত:  ওয়ালটনের ৪০০ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় ২০ রানে ওপেনার লিটন দাসকে হারায় ইস্ট জোন। কামরুল ইসলাম রাব্বীর বলে সাইফের হাতে ধরা পড়ে ব্যক্তিগত ১০ রানে ফেরেন লিটন দাস।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ চতুর্থ দিনে ইস্ট জোনকে রানের পাহাড় চাপিয়ে দিয়েছে ওয়ালটন।নিজেদের প্রথম ইনিংসে ওয়ালটনের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় ইস্ট জোন। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে সেন্ট্রাল জোন তুলেছিল ২৬৬ রান। ফলে গতকালই ৩৮৩ রানের লিড নিয়েছিল মোশাররফ হোসেন রুবেলের ওয়ালটন।

 


গতকাল তৃতীয় দিনে ওয়ালটনের তাইবুর রহমান ৫৫ এবং নুরুল হাসানের ৩২ রানে অপরাজিত ছিলেন। আজ ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়ালটন। তাইবুর ৫৭ এবং নুরুল হাসান ৪৫ রানে আউট হয়েছেন। ফলে চতুর্থ দিনে ৩৯৯ রানের লিড পায় ওয়ালটন। জিততে হলে আজ শেষ দিনে ৪০০ রান করতে হবে ইস্ট জোনকে।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়