ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বড় জয়ে শিরোপার লড়াইয়ে ওয়ালটন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বড় জয়ে শিরোপার লড়াইয়ে ওয়ালটন

জয়ের পর ওয়ালটন সেন্ট্রাল জোনের খেলোয়াড়রা। (ছবি: আব্দুল্লাহ আল মামুন)

ইয়াসিন হাসান : মোহাম্মদ শরীফ এবাদত হোসেনকে বোল্ড করার সঙ্গে সঙ্গে ওয়ালটন সেন্ট্রাল জোন শিবিরে জয়ের উল্লাস। বড় কিছু পাওয়ার আনন্দ। খেলোয়াড় থেকে শুরু করে দলের কোচ, ট্রেনার ও ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন গ্রুপের কর্মকর্তাদের মুখে হাসি। দূর থেকেই বোঝা যাচ্ছিল, এ জয়ে কতটা উৎফুল্ল, উচ্ছ্বসিত ওয়ালটন শিবির।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বর্তমান চ্যাম্পিয়নদের এবারের বিসিএলের যাত্রাটা ভালো ছিল না। প্রথম রাউন্ডেই দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার অধিনায়ক মোশাররফ হোসেন ‍রুবেল ও পেসার মোহাম্মদ শরীফকে হারায় তারা। পরের দুই রাউন্ডে মাঠের বাইরে ছিলেন এ দুই তারকা। চতুর্থ রাউন্ডে ফিরে দলের জয়ের সবচেয়ে বড় অবদান এ দুই ক্রিকেটারের। ব্যাট-বলে দুজনেই জ্বলে উঠেছেন একসঙ্গে। ফলও পেয়েছে ওয়ালটন।

ইসলামী ব্যাংক ইস্ট জোনকে চতুর্থ রাউন্ডে ২২৭ রানে হারিয়েছে চ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে হারের মধুর প্রতিশোধ নিল ওয়ালটন সেন্ট্রাল জোন। এ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে ওয়ালটন শিবির। ১ জয় এবং ড্র ও ২ পরাজয়ে মোট ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ওয়ালটন। শেষ দুই রাউন্ডে একই ধারাবারিকতায় পারফর্ম করলে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকবে ওয়ালটন সেন্ট্রাল জোন।



বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ৩৮৩ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়ালটন সেন্ট্রাল জোন। গতকাল ৫৫ রানে অপরাজিত থাকা তাইবুর স্কোরবোর্ডে ২ রান যোগ করে সাজঘরে ফিরে গেলেও নুরুল হাসান সোহান আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৩৯৯ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ওয়ালটন।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৪৫ রান করা সোহান। ১ রানে অপরাজিত থাকেন শরীফ। প্রথম ইনিংসে ৩২৮ রান করা ওয়ালটন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৮২ রানে ইনিংস ঘোষণা করে।

ইসলামী ব্যাংককে ৪০০ রানের টার্গেট ছুড়ে দিয়ে বোলিংয়ে নামে ওয়ালটন। ৮৬ ওভার হাতে রেখে বোলিংয়ে নেমে শুরু থেকেই ওয়ালটন ছিল আক্রমণাত্মক। বোলারদের নিখুঁত বোলিংয়ের পাশাপাশি ফিল্ডারদের নিখুঁত ফিল্ডিংয়ে জয় পেতে বেগ পেতে হয়নি শিরোপা প্রত্যাশীদের। ১৭২ রানে গুটিয়ে যায় ইসলামী ব্যাংক।



শুরুতেই দলকে সাফল্য এনে দেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি। ১০ রান করা লিটন রাব্বির লাফিয়ে ওঠা বল হুক করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন। পেছনে দৌড়ে ডাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ নেন সাইফ হাসান। দলীয় ৪৩ রানে ইসলামী ব্যাংক শিবিরে আঘাত হানেন তাইবুর পারভেজ। তার বলে ফেরেন ইমতিয়াজ (২২)। স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই শুভাগত হোম ফিরিয়ে দেন জাকির হাসানকে।

এরপর মধ্যাহ্ন বিরতিতে যায় ইসলামী ব্যাংক। বিরতির পর শুভাগতর ঘূর্ণিতে দ্রুত উইকেট হারায় ইসলামী ব্যাংক। মধ্যাহ্ন বিরতির এক ওভার পর মুমিনুল হক সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের শিকার হন। ৭৭ রানে তরুণ আফিফ হাসান হাওয়ায় ভাসানো বল স্ল্যাশ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন। মাঝে তাইবুর রহমানের দ্বিতীয় শিকারে পরিণত হন ইয়াসির আলী (৩)। ৭৭ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ওয়ালটন।

সপ্তম উইকেটে প্রতিরোধ পায় ইসলামী ব্যাংক। অধিনায়ক অলোক কাপালিকে সঙ্গ দেন আবুল হাসান। ৩৪ রান যোগ করেন তারা। বড় হতে থাকা এ জুটিও ভাঙেন শুভাগত হোম। ৩০ বলে ২৩ রান করে আবুল হাসান শুভগতর চতুর্থ শিকারে পরিণত হন। ক্রিজে আসা সাকলাইন সজীবকে বেশিক্ষণ টিকতে দেননি কামরুল। অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন সাকলাইন।



৮ উইকেটে ১৫৯ রান নিয়ে চা-বিরতিতে যায় ইসলামী ব্যাংক। বিরতির পর মাত্র ১০ মিনিটেই জয় নিশ্চিত করে ওয়ালটন। শরীফের করা দ্বিতীয় ওভারে আউট হন কাপালি। ৭১ রান করে  রুবেলের হাতে ক্যাচ দেন তিনি। এক ওভার পর ইবাদত হোসেনের স্টাম্প উড়িয়ে দেন প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া শরীফ।

সব মিলিয়ে এ ম্যাচে শরীফ পেয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসে দলের হয়ে করেছিলেন সর্বোচ্চ ৭০ রান। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/শামীম/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়