ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্কুল ক্রিকেটে রুবাইয়াত রেদওয়ানের ১৮৮ রানের ইনিংস

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুল ক্রিকেটে রুবাইয়াত রেদওয়ানের ১৮৮ রানের ইনিংস

১৮৮ রানের অনবদ্য ইনিংস খেলা রুবাইয়াত রিদওয়ান

ক্রীড়া প্রতিবেদক : বড় দৈর্ঘ্যের ক্রিকেটের আক্ষেপ ঘোচাতে প্রস্তুত হচ্ছে নতুন প্রজন্ম। ভাবতে ভালোই লাগছে। প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের চলতি আসরে ঢাকা মেট্রো পর্বের ম্যাচে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ক্ষুদে ক্রিকেটার রুবাইয়াত রিদওয়ান ১৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছে।

মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে এই ম্যাচে দীর্ঘ ১৭৪ মিনিট ক্রিজে টিকে ছিল রুবাইয়াত। ১১০ বলে ১৮ বাউন্ডারি আর ১৩ ছক্কায় সাজানো ছিল এই উইকেট কিপার ব্যাটসম্যানের ইনিংস।

১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী ছিলেন মেহরাব হোসেন অপি। নির্মান স্কুলের এক ম্যাচে ৮৮ বলে ১৭৯ রানের ইনিংস ছিল অপির। পরবর্তীতে জাতীয় দল মাতিয়েছেন মেহরাব হোসেন অপি। একই স্কুলের হয়ে খেলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বজায় থাকুক উইলসের ক্রিকেট ঐতিহ্য।

সংক্ষিপ্ত স্কোর:
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল-৩৪৮/১০ (৪৪.৩ ওভার)
রুবাইয়াত রেদওয়ান ১৮৮ (১১০)
কাওসার হোসেন ৫৭ (৩৫)
মেহেদি হাসান ৩৬ (৮১)
সাজ্জাদ হোসেন- ৩/৪৮, ফারহান ফিদা-২/৩০

মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়-৮৫/১০ (২৭.১ ওভার)
মো: মোকাদ্দম - ১৬ (২৮)
রমা দাস ১৪(১৬)

ফল: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ২৬৩ রানে জয়ী

ম্যাচ সেরা: রুবাইয়াত রেদওয়ান।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়