ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়ান আগুনে ঘি ঢাললেন হরভজন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ান আগুনে ঘি ঢাললেন হরভজন

হরভজন সিং (ফাইল ছবি)

ক্রীড়া ডেস্ক : এ যেন উত্তপ্ত আগুনে ঘি ঢালার মতোই!

পুনে টেস্টে ভারতকে বলতে গেলে একাই গুঁড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভ ও’কিফ। কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের নায়ককে কৃতিত্ব দিতে নারাজ হরভজন সিং। বর্তমানে দলের বাইরে থাকা ভারতীয় স্পিনার ও’কিফকে খোঁচা দিয়ে বলেছেন, পারলে ভালো উইকেটে বোলিং করে দেখাক!

টেস্টের দ্বিতীয় দিনে ৪র একটা স্পেলে ৫ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লণ্ডভণ্ড করেন ও’কিফ। ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ভারতের প্রথম ইনিংস শেষ ১০৫ রানে। অস্ট্রেলিয়ান স্পিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১০৭ রানে। দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট ও’কিফের। ম্যাচে ৭০ রানে ১২ উইকেট- উপমহাদেশে সফরকারী কোনো স্পিনারের সেরা বোলিং। তিন দিনেই অস্ট্রেলিয়ার ৩৩৩ রানের জয়ের নায়ক তো ও’কিফই।

অস্ট্রেলিয়ার জয়ের পর অন্য সবাই ও’কিফকে প্রশংসায় ভাসালেও হরভজন বলছেন উল্টো কথা। ‘ভাজ্জি’ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আগে ওকে (ও’কিফ) একটা ভালো টেস্ট উইকেটে বল করতে দেখি, এই পিচে না। এর আগ পর্যন্ত কোনো মন্তব্য করব না।’

পুনের পিচকে দুষছেন হরভজন ‘সত্যি কথা বলতে, এটা কোনো পিচই নয়। টেস্ট ক্রিকেট পাঁচ দিন ধরে হওয়া উচিত। এমন পিচে খেলা উচিত নয়, যেখানে কেউ বল করলেই উইকেট পায়। আমি ১০০ খেলেছি, আমি জানি প্রতিটা উইকেটের জন্য কতটা কষ্ট করতে হয়েছে।’

সিরিজ শুরুর আগে হরভজন বলেছিলেন, এই সিরিজের ফল হবে ৪-০। অস্ট্রেলিয়া বেশি ভালো খেললেও ৩-০ ব্যবধানে হারবে। স্টিভেন স্মিথের দলকে ভারত সফরে আসা সবচেয়ে ‘খর্বশক্তির’ দল হিসেবেও আখ্যায়িত করেছিলেন তিনি। তার কথাগুলো প্রথম টেস্টেই বুমেরাং হয়ে এল ভারতের দিকে। ‘খর্বশক্তির’ সেই অস্ট্রেলিয়া দলের কাছেই খাবি খেল ভারত। এবার ও’ফিককে খোঁচা দিয়ে যেন অস্ট্রেলিয়ান আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজটাই করলেন ‘ভাজ্জি’!

তথ্যসূত্র : ক্রিকেট অস্ট্রেলিয়া।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়