ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেঞ্চুরি হাঁকালেন ইমরুল কায়েস

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেঞ্চুরি হাঁকালেন ইমরুল কায়েস

ইমরুল কায়েস

ক্রীড়া ডেস্ক : ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলা হয়নি। টেস্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। এরপর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান।

পুনর্বাসন প্রক্রিয়া শেষে বাংলাদেশ ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলতে নামেন। রোববার বিসিএলের পঞ্চম রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাউথ জোনের হয়ে ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন তিনি। মাঠে নেমেই তুলে নিলেন সেঞ্চুরি।

২১০ বলে ১৩৬ রানের নজরকাড়া এক ইনিংস খেলেন ইমরুল। তার ইনিংসে ১৮টি চারের মারের পাশাপাশি ২টি ছক্কার মারও ছিল। তার ১৩৬ রানে ভর করে প্রাইম ব্যাংক তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে। ইমরুল কায়েসের ১৩৬ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেছেন এনামুল হক বিজয়।

এটি ইমরুল কায়েসের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। এর আগে ৮৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫৯ ইনিংসে ব্যাট করে ৫ হাজার ৩৭৭ রান করেছেন।

জাতীয় দলের হয়ে টেস্টে ৩টি ও ওয়ানডেতে ২টি সেঞ্চুরি রয়েছে ইমরুল কায়েসের।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়