ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কয়েলের ধোঁয়ায় কিশোরের মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কয়েলের ধোঁয়ায় কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি বাসায় মশার কয়েলের ধোঁয়া থেকে সৃষ্ট বিষক্রিয়ায় নিয়ামতুল্লাহ সাগর ওরফে নয়ন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

এ সময় তার বাবা শাহজাহান মিয়া ধোঁয়ার বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

নয়ন ও তার বাবা কুড়িল ফ্লাইওভারের নিচে একটি চায়ের দোকান চালাতেন। তাদের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়ার বাশবুনিয়ায়।

নয়নের মামা জাকির হোসেন বলেন, ‘দুপুরে দোকান বন্ধ করে সে (নয়ন) ঘুমানোর জন্য বাসায় আসে। ঘুমানোর আগে সে মশার কয়েল জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ পর পুরো ঘরে ধোঁয়ায় ভরে যায়। তাদের অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ধোঁয়ার বিষক্রিয়া থেকে ছেলের মৃত্যু হয়েছে। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়