ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পিএসএলের ফাইনাল লাহোরে আয়োজনের পরিকল্পনাটা পাগলামি’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পিএসএলের ফাইনাল লাহোরে আয়োজনের পরিকল্পনাটা পাগলামি’

পাকিস্তান সুপার লিগের ফাইনাল লাহোরে আয়োজনের পক্ষে নন ইমরান খান

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৫ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালটা তাই লাহোরে আয়োজন করার ঘোষণা দিয়েছে পিসিবি। তবে পিসিবির এই পরিকল্পনাকে ‘পাগলামি’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রাক্তন ক্রিকেটার ইমরান খান।

পিসিএলের প্রথম আসরের পুরোটাই হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু এবার অন্তত ফাইনালটা নিজেদের দেশেই করতে চায় পিসিবি। পিসিবির এই পরিকল্পনাকে পাগলামি হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে ইমরান খান বলেছেন, ‘পিএসএলের ফাইনাল লাহোরে আয়োজনের পরিকল্পনাটা আমার কাছে পাগলামি মনে হচ্ছে।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে একরকম নিষিদ্ধ। মাঝে শুধু জিম্বাবুয়ে সীমিত ওভারের সিরিজ খেলে গেছে। নিজেদের আবারও নিরাপদ প্রমাণ করতেই পিসিএলের ফাইনাল লাহোরে করার ঘোষণা পিসিবির। সপ্তাহ দুয়েক আগে লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন মানুষ নিহত হওয়ার পরও নিজেদের সিদ্ধান্তে অনড় পিসিবি। পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান তাই বললেন, ‘এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা কী শান্তির বার্তা পাঠাব।’

ফাইনাল লাহোরে হলে বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ের না খেলার সম্ভাবনা আছে। বিদেশি খেলোয়াড় ছাড়া ফাইনাল লাহোরে হলে সেটি পাকিস্তানের ক্রিকেটে কোনো কাজে আসবে না বলে মনে করেন ইমরান খান। আর ফাইনালের সময় যদি খারাপ কোনো ঘটনা ঘটে, তাহলে পাকিস্তানের ক্রিকেট দশ বছর পিছিয়ে যাবে বলে মত তার, ‘যদি খারাপ কোনো কিছু ঘটে তাহলে এটি পাকিস্তানের ক্রিকেটকে দশ বছর পিছিয়ে নিয়ে যাবে।’

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়