ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তামিমের ওপর রাগের কারণ জানালেন হাথুরুসিংহে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমের ওপর রাগের কারণ জানালেন হাথুরুসিংহে

কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক : তৃতীয় উইকেটে সাব্বির রহমানকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন তামিম। এই জুটিটিই মূলত ম্যাচের ভাগ্য বদলে দেয়। তারা দুজন বেশ সাবলীলভাবে খেলছিলেন। শতরান থেকে তামিম তখন ১৮ রান দূরে। বাংলাদেশ ঐতিহাসিক জয় থেকে ৬০ রান দূরে। পেরেরার ওভারের পঞ্চম বলটি এগিয়ে এসে মিড-অনের উপর দিয়ে মারেন। কিন্তু বলটি দিনেশ চান্দিমালের হাতে গিয়ে জমা হয়। তামিম আউট হওয়ার পর কোচ চন্ডিকা হাথুরুসিংহে যে অভিব্যক্তি প্রকাশ করেন সেটা দেখে যেকেউ বুঝতে পারবে শিষ্যের উপর বেজায় রাগ করেছেন তিনি।

ম্যাচ শেষে অবশ্য রাগের কারণও জানিয়েছেন কোচ। সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমি খুবই হতাশ হয়েছিলাম। কারণ, সে তার আগের বলে রান নেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু সে রান নেয়নি। যদি সে ওই বলে রান নিত তাহলে তাকে পরের বলটির মুখোমুখি হতে হত না। সে যখন সান্দাকানকে বিশাল ছক্কা মেরেছিল তখন সবাই হাততালি দিয়েছে। যখন সে আবারো ছক্কা হাঁকাতে গেল এবং আউট হল তখন সবাই তাকে ভৎসনা করেছে। এটা ঠিক না। প্রত্যেক খেলোয়াড় স্বাধীনভাবে খেলবে। আমি এটার পক্ষে। তারা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিক। আমি আসলে তাদের দুজনের উপরই আমি বিরক্ত হয়েছিলাম সিঙ্গেল রান না নেওয়ার জন্য।’

তবে শিষ্যের প্রশংসা করতে ভোলেননি তিনি, ‘এই পরিস্থিতিতেও সে ভালো ব্যাট করেছে। মধ্যাহ্ন বিরতির পর সে ম্যাচটি শ্রীলঙ্কার কাছ থেকে ছিনিয়ে নেয়। তাদের উপর আমাদের চাপ প্রয়োগ করার দরকার ছিল। আর সেটার জন্য রান নেওয়ার দরকার ছিল। তামিম ও সাব্বির সেটা করেছে। তবে আমাদেরকে আরো ইতিবাচক হতে হবে এবং আমাদের শক্তিমত্তার উপর আস্থা রাখতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়