ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বার্সার পিকের জরিমানা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সার পিকের জরিমানা

ক্রীড়া ডেস্ক: রেফারিদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকেকে। রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলায় তাকে ৩ হাজার ইউরো জরিমানা করা হচ্ছে।

স্প্যানিশ কোপা দেল’রেতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হার এবং লা লিগায় সবশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে রেফারিদের ভূমিকা নিয়ে অভিযোগ তোলেন পিকে। এই দুই ম্যাচে রেফারিদের বেশ কিছু সিদ্ধান্ত বার্সেলোনার বিপক্ষে গেছে বলে দাবি করেন পিকে। এমন সিদ্ধান্তের বিপক্ষে বার্সা পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

পিকের শাস্তি নিয়ে স্প্যানিশ দৈনিক ক্যাদেনা কোপে এল পার্টিদাজো জানায়, কোপা দেল’রের ম্যাচের জন্য দেড় হাজার এবং লা লিগার ম্যাচের জন্য সমান সংখ্যক ইউরো জরিমানা করা হচ্ছে পিকেকে।

স্প্যানিশ লা লিগায় এবার রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে চলছে বার্সেলোনা।২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও দুই পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা।




রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়