ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

বৃষ্টিভেজা ডাম্বুলা স্টেডিয়াম (ছবি : ইয়াসিন হাসান)

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশের ইনিংস শুরু হতে দেরি হচ্ছে।

রাত ৯টা ১০ মিনিট: আবার বৃষ্টি!

রাত ৮টা ৪৫ মিনিট: ভালো খবর। বৃষ্টি থেমেছে। 

বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার মধ্যে যদি খেলা শুরু করা না যায়, তাহলে এই ম্যাচটি পরিত্যক্ত হতে পারে। কোনো রিজার্ভ ডে নেই।

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে। তাসকিন আহমেদের হ্যাটট্রিকে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর পরই বৃষ্টি এসে হানা দেয় ডাম্বুলায়।



রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়