ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেসিহীন ম্যাচে হারল আর্জেন্টিনা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসিহীন ম্যাচে হারল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: তারকা খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল আর্জেন্টিনার। সেই সঙ্গে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার ঠিক আগে দলের সেরা তারকা লিওনেল মেসির নিষেধাজ্ঞায় আরও ছন্নছাড়া হয়ে পড়ে দলটি।

দলের তারকাদের ইনজুরি আর নিষেধাজ্ঞার ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ২-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ফের পিছিয়ে পড়তে হলো আলবিসেলেস্তেদের। মেসির নিষেধাজ্ঞার সুযোগ কাজে লাগিয়ে তাদের হারিয়ে পয়েন্ট টেবিলের দুই ধাপ নিচে নামিয়ে দিয়েছে বলিভিয়া।

বাংলাদেশ সময় গতকাল রাত ২টায় বলিভিয়ার মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। লা পাজের উচ্চতার কারণে সফরকারীদের কিছুটা সমস্যা তো ছিলই। এছাড়া নিষেধাজ্ঞার কারণে বলিভিয়া ম্যাচে দলের বাইরে ছিলেন চার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হাভিয়ের মাশ্চেরানো, গঞ্জালো হিগুয়েইন, নিকোলাস ওটামেন্দি ও লুকাস বিগলিয়া। তারা চিলির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখায় এ শাস্তি পান। আর শেষ দিকে মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা বাউজার দলের ওপর আর চাপ বাড়ায়।

এস্তাদিও হের্নান্দো সিলেজ স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে হুয়ান কার্লোস আর্চের গোলে লিড নেয় বলিভিয়া। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্বাগতিক দলের আরেক ফরোয়ার্ড মার্সেলো মোরেনো। পুরো ম্যাচ গোলের জন্য বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি আর্জেন্টিনা।

বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে গোলের জন্য হাহাকার করেছে আর্জেন্টিনা দল। বদলি হিসেবে নামা ম্যানসিটি তারকা সার্জিও আগুয়েরোও হার এড়াতে কোনো ভূমিকা রাখতে পারেননি। ফলে শেষপর্যন্ত ২-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

বলিভিয়ার বিপক্ষে হারের ফলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৪ ম্যাচে ২২। সমান ম্যাচে ২৩ পয়েন্টে চিলি চতুর্থ এবং তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে কলম্বিয়া। আর ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।




রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/শামীম   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়