ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নয়্যারের মৌসুম শেষ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নয়্যারের মৌসুম শেষ

ম্যানুয়েল নয়্যার

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার ম্যাচে আরেকটি ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। পায়ের চোটে মৌসুম শেষ হয়ে গেছে জার্মান ক্লাবটির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের।

রিয়ালের মাঠে কাল রাতে শেষ আটের দ্বিতীয় লেগে বায়ার্নের ৪-২ ব্যবধানে হারের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক গোলের সময় বাঁ পায়ে চোট পান নয়্যার। প্রাথমিক চিকিৎসায় তার পায়ে চিড় ধরা পড়েছে। পরে বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে জানিয়েছেন, নয়্যার দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

বায়ার্ন চেয়ারম্যান রুমেনিগে সাংবাদিকদের বলেছেন, ‘নয়্যার মারাত্মক চোটে ভুগছে। আট সপ্তাহের জন্য সে খেলার বাইরে থাকবে।’

সদ্যই চোট কাটিয়ে গত সপ্তাহে প্রথম লেগে রিয়ালের বিপক্ষে মাঠে ফেরেন নয়্যার। কিন্তু সপ্তাহ ঘুরতে না-ঘুরতেই আবার চোটে পড়লেন। এর অর্থ জার্মান গোলরক্ষক বুন্দেসলিগায় বায়ার্নের বাকি পাঁচ ম্যাচে খেলতে পারবেন না। খেলতে পারবেন না আগামী সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জার্মান কাপের সেমিফাইনালেও।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়