ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের দল চূড়ান্ত

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের দল চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ মঙ্গলবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল চূড়ান্ত করেছে। উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন।

পাকিস্তানের স্কোয়াড :
আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

১ থেকে ১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। পাকিস্তান দল ৪ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ৭ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ। আর ১২ জুন খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরে নেই। তাদের পেছনে ফেলে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তান দল অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। অন্যদিকে বাংলাদেশ তাদের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ছাড়াও ভারতের বিপক্ষে মাঠে নামবে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়