ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইয়াসিরের বোলিং ভেলকিতে পাকিস্তানের জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াসিরের বোলিং ভেলকিতে পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক : ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দেবেন্দ্র বিষু ও ভিশাউল সিং দুজনেই শূন্যরানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে পঞ্চম দিনে তারা দুজন ব্যাট করতে নামেন। 

১১০ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। পরবর্তী ৪২ রানের মধ্যে বাকি পাঁচটি উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ৫২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৩২ রান।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ধ্বস নামান পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ। ২১.৪ ওভার বল করে ৬৩ রান দিয়ে ছয়-ছয়টি উইকেট নেন তিনি। ২টি উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।

ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন কিরেন পাওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন শিমরন হেটমায়ার। ১৮ রান করেন দেবেন্দ্র বিষু। অপরাজিত ১৬টি রান করেন রোস্টন চাসে। ১৪ রান করেন অধিনায়ক জ্যাসন হোল্ডার।

৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় আহমেদ শেহজাদ (৬) ও আজহার আলীর (১) উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ২৪ রানের মাথায় আউট হন বিদায়ী উইনিস খান (৬)। এরপর বাবর আজম ও মিসবাহ-উল-হক চতুর্থ উইকেট জুটিতে ১২ রানের জুটি গড়ের দলের জয় নিশ্চিত করেন। মিসবাহ ৩ বলে ২ ছক্কায় ১২ রানে ও বাবর আজম ২২ বল খেলে ৯ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের যে তিনটি উইকেটের পতন ঘটেছে তা নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি যোসেপ ও দেবেন্দ্র বিষু।

ম্যাচসেরা নির্বাচিত হন ইয়াসির শাহ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/আমিনুল
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়