ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৯ বছরে ম্যাককালামের ১০০

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ বছরে ম্যাককালামের ১০০

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডান ম্যাককালাম। আইপিএলের সূচনালগ্ন থেকেই তিনি খেলে আসছেন। তিনি কলকাতা নাইট রাইডার্স, কেরালা, চেন্নাই সুপার কিংসের হয়ে এর আগে খেলেছেন। বর্তমানে খেলছেন গুজরাট লায়ন্সের হয়ে। ৯ বছরের মাথায় এসে আজ আইপিএলে নিজের শততম ম্যাচে মাঠে নেমেছেন ম্যাককালাম। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আইপিএলে শততম ম্যাচ খেলার কৃতিত্ব দেখান তিনি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৭৩ বলে করেছিলেন অপরাজিত ১৫৮ রান। আইপিএলের ইতিহাসে যা এখন পর্যন্ত ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এরপর তিনি ২০১৫ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

গেল বছর গুজরাটের হয়ে ১৬ ম্যাচে মাঠে নেমে করেছিলেন ৩৫৪ রান। চলতি বছর ৭ ম্যাচেই তিনি করেছেন ২৬৪ রান।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়