ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৭ মে চ্যাম্পিয়নস ট্রফির সিদ্ধান্ত জানাবে ভারত

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২০, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ মে চ্যাম্পিয়নস ট্রফির সিদ্ধান্ত জানাবে ভারত

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত অংশ নিবে কি নিবে না তা চূড়ান্ত হবে আগামী ৭ মে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্যা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিসির রাজস্ব থেকে  বড় অঙ্কের অর্থ হারানোয় ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি বর্জন করতে পারে ভারত। এমন খবর গত কয়েকদিন ধরেই প্রচার পাচ্ছে। বিসিসিআইও এমন ধারণা আইসিসির মিটিংয়ের আগে দিয়েছিল।  তবে জানা গেছে, আপাতত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসছে বিসিসিআই! নিজেদের স্বার্থের কারণেই বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় ভারত।

আগামী ৭ মে স্পেশাল জেনারেল মিটিং (এসজিএম) ডেকেছে বিসিসিআই। সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পাশাপাশি কি কারণে অর্থ কম পাবে ভারত সেটা নিয়ে আলোচনা করবে।  বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘আমরা এসজিএমে বসে দল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। চ্যাম্পিয়নস ট্রফি বর্জনের সিদ্ধান্ত আমাদের ঘরকেই ভেঙে দিবে। সামান্য কারণের জন্য আমরা চ্যাম্পিয়নস ট্রফি বর্জন করতে পারি না। এতে আমাদেরই ক্ষতি হতে পারে। ক্ষতির অঙ্কটা দুই হাজার কোটি রূপির মত।  যদি বোর্ড এ সিদ্ধান্ত নেয় এবং বিদেশি বোর্ডগুলো আইপিএলে খেলোয়াড় পাঠাতে অস্বীকৃতি জানায় তখন ক্ষতি আমাদের হবে। আইপিএলের দরজা তখন বন্ধ হয়ে যাবে।এতে পুরো ক্ষতি হবে বিসিসিআইয়ের ।’ 

বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বিনোদ রায় বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারিকে এসজিএমে রাজি করানোর চেষ্টা করব। আশা করছি ইতিবাচক কোনো ফল দিতে পারব । ’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়