ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

জরিমানায় হতাশ পিএসজি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জরিমানায় হতাশ পিএসজি

ক্রীড়া ডেস্ক: চলতি মাসের প্রথম দিনেই লিগ ডি ফুটবল প্রফেশনালের (এলএফপি) ম্যাচে মোনাকোর মুখোমুখি হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। লিনে মোনাকোর মাঠ পার্ক ওলের ওই ম্যাচে নিজ সমর্থকরা স্টেডিয়ামের ক্ষতি করায় জরিমানা গুনতে হচ্ছে পিএসজিকে।

পিএসজির সমর্থকরা মোনাকোর স্টেডিয়ামের ওই ম্যাচের সময় আসন তুলে ফেলা, টয়লেটের ক্ষতি সাধন সহ দেয়ালের ছবি নষ্ট করেছিল। ফলে তাদের ১ লাখ ইউরো জরিমানা করেছে এলএফপি ডিসিপ্লিনারি কমিটি।

আর্থিক শাস্তির সঙ্গে ওই মাঠে পিএসজির সমর্থকদের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে নিজেদের এমন শাস্তির জন্য হতাশা প্রকাশ করেছে পিএসজি। এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ‘মোনাকোর মাঠে এমন আচরণের জন্য পিএসজি অনুতপ্ত। তবে এলএফপির মোটা অঙ্কের জরিমানা এবং স্টেডিয়াম নিষেধাজ্ঞায় আমরা হতাশ। আমরা বিষয়টিকে আর তদন্ত করার আহ্বান জানাচ্ছি।’

মোনাকোর বিপক্ষে পহেলা এপ্রিলের ওই ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। প্রতিপক্ষের স্টেডিয়ামে ভক্তদের এমন আচরণে দুঃখ প্রকাশ করলেও বড় শাস্তি মেনে নিতে পারছে না ফ্রান্সের সেরা ক্লাবটি।




রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়