ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইতিহাসের সামনে মিসবাহ ও পাকিস্তান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাসের সামনে মিসবাহ ও পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ইউনিস খানের ১০ হাজার রানের মাইলফলকের অপেক্ষা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টেই শেষ হয়েছে। ইউনিস খানের সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ-উল-হক।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় টেস্টে ব্রিজটাউনে মুখোমুখি হবে দু’দল। সাম্প্রতিক ভাঙ্গাচুরা ক্যারিবীয় দলের বিপক্ষে এই টেস্টে জিততে পারলে অধিনায়ক মিসবাহ-উল-হকের হাত ধরে ক্যারিবীয় দ্বীপে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে পাকিস্তান।

১৯৫২ সালে টেস্ট ক্রিকেট খেলা শুরু করলেও নিজেদের ৬৫ বছরের ইতিহাসে ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে কখনো সিরিজ জেতেনি পাকিস্তান। আজ শুরু হওয়া ব্রিজটাউন টেস্টে জয় পেলে ইতিহাস গড়বে পাকিস্তান। সেই সঙ্গে এ বিজয়ের সাক্ষী হয়ে থাকবেন বিদায়ের অপেক্ষায় থাকা পাকিস্তান অধিনায়ক মিসবাহ।

আবদুল হাফিজ কারদারের নেতৃত্বে ১৯৫৭-৫৮ মৌসুমে প্রথম ক্যারিবীয় দ্বীপে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজে ৭টি সিরিজ খেললেও স্বাগতিকদের বিপক্ষে এখনও সিরিজ জিততে পারেনি পাকিস্তান। এবার দুর্দান্ত ব্যাটিং আর ফর্মে থাকা আমির-ইয়াসিরদের বোলিং ভেলকিতে কিংসটন ওভালে অপেক্ষার পালা শেষ করতে চাইবে মিসবাহ এন্ড কোং।




রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়