ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘প্রতিটি অপরাধে সরকারের মদদ থাকে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতিটি অপরাধে সরকারের মদদ থাকে’

নিজস্ব প্রতিবেদক : দেশে ঘটে যাওয়া প্রতিটি অপরাধে সরকারের কারো না কারো মদদ থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ : আগামী দিনে আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশে সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। দিনে অত্যন্ত ১২টি খুন হচ্ছে। বনানীর দ্য রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণে কারা জড়িত এবং এই হোটেলের মালিক কে সেটা সবাই জানেন। বাংলাদেশে সংগঠিত প্রতিটি অপরাধের সঙ্গে সরকারের কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তির মদদ আছে।’

তিনি বলেন, ‘পুলিশকে বলা হয়েছে, বিরোধীদের পেটাও, তাদের কোনো জনসভা করতে দেবে না। আমরা আজ কোনো জনসভা করতে পারি না। পুলিশকে আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য এবং নিজেদের রক্ষার জন্য ব্যবহার করছে।’

বিএনপি যেকোনো সময় নির্বাচন করার জন্য প্রস্তুত- জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা (বিএনপি) প্রতিহিংসার রাজনীতি করবো না।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/সাওন/উজ্জল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়