ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডি ভিলিয়ার্সদের জরিমানা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডি ভিলিয়ার্সদের জরিমানা

ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হয়েছে এবি ডি ভিলিয়ার্সদের

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ‘স্লো ওভার রেট’-এর কারণে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও দক্ষিণ আফ্রিকা দলের সদস্যদের জরিমানা করা হয়েছে।

হেডিংলিতে বুধবার প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে দক্ষিণ আফ্রিকা দল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট অধিনায়ক ডি ভিলিয়ার্সকে জরিমানা করেছেন ম্যাচ ফির ২০ শতাংশ। আর দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ১০ শতাংশ।

প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ওই ম্যাচে ৩৪০ রান তাড়া করতে নেমে ১ উইকেটে ১৪৫ রান তুলেও শেষ পর্যন্ত ৭২ রানে হেরেছে প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজে ইংলিশরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়