ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোহলির আরেকটি রেকর্ড ভাঙার অপেক্ষায় আমলা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলির আরেকটি রেকর্ড ভাঙার অপেক্ষায় আমলা

আরেকটি মাইলফলকের সামনে হাশিম আমলা

ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলির আরেকটি রেকর্ড বিসর্জন দেওয়ার সময় হলো। ওয়ানডেতে ভারতীয় অধিনায়কের গড়া দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড ভাঙার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা।

২০১৬ সালের জানুয়ারিতে কোহলি ৭ হাজার রান পূর্ণ করেন ১৬১তম ইনিংসে। তিনি ভেঙে দেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের ১৬৬ ইনিংসের আগের রেকর্ড।

এবার আরেক দক্ষিণ আফ্রিকান কোহলির রেকর্ড ভাঙার পথে। হেডিংলিতে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৩ রান করার পর আমলার ১৪৮ ইনিংসে মোট রান এখন ৬ হাজার ৯৫৩। অর্থাৎ পরবর্তী ১২ ইনিংসে আর ৪৭ রান করলেই তিনি ছাড়িয়ে যাবেন কোহলিকে।

ওয়ানডেতে দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার ও ৬ হাজার রানের রেকর্ডও আমলার। ২০১৫ সালে কোহলিকে ছাড়িয়েই ৬ হাজার রানের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার কোহলির ৭ হাজার রানের রেকর্ডও নিজের করে নেওয়ার অপেক্ষায় ৩৪ বছর বয়সি ব্যাটসম্যান।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়