ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ কবে কখন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ কবে কখন

মাশরাফি বিন মুর্তজা ও সরফরাজ আহমেদ

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডের বার্মিংহামে। আয়ারল্যান্ডে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজ শেষ করে বৃহস্পতিবার রাতে বার্মিংহাম উড়ে গেছে বাংলাদেশ দল।

আগামী ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একটি পাকিস্তানের বিপক্ষে, অন্যটি ভারতের বিপক্ষে। এর প্রথমটিতে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।

বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে ৩টায়। ম্যাচটি টেলিভিশনে সরাসরি দেখা যাবে কি না, সেটা এখনো জানা যায়নি। তবে ৩০ মে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৪।

১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করতে গত মাসে বাংলাদেশ দল প্রথমে গিয়েছিল ইংল্যান্ডেই। সেখানে খেলছে দুটি প্রস্তুতি ম্যাচও। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছে আয়ারল্যান্ডে। সেখান থেকে তৃপ্তি নিয়েই আবার ইংল্যান্ডে ফিরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের বাইরে প্রথম জয়, প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসা, সব মিলিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসটা এখন তুঙ্গে।

ত্রিদেশীয় সিরিজের পর মাশরাফি বলেছেন,  ‘আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের জয় হাতছাড়া হয়েছে (বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত)। জয় হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও, যদিও বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে শেষ দুটি ম্যাচে আমরা খুব ভালো খেলেছি। এই মুহূর্তে দলের আত্মবিশ্বাস অনেক ওপরে।’

ইংল্যান্ডের কন্ডিশনটা আয়ারল্যান্ডের চেয়ে ভিন্ন হবে বলে প্রস্তুতি ম্যাচ দুটিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন মাশরাফি, ‘প্রস্তুতি ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের উইকেট পুরোপুরি ভিন্ন। তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব (উইকেটের ব্যাপারে)। সুতরাং প্রস্তুতি ম্যাচ দুটিও আমাদের জন্য বড় ম্যাচ।’ সেই বড় দুটি ম্যাচের প্রথমটিতে শনিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছেন মাশরাফি-মুশফিক-তামিমরা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়