ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ কোন চ্যানেলে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ কোন চ্যানেলে

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : আগামী ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। একটি পাকিস্তানের বিপক্ষে, অন্যটি ভারতের বিপক্ষে। এর প্রথমটিতে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।

বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে ৩টায়। ম্যাচটি টেলিভিশনে সরাসরি দেখাবে বাংলাদেশের গাজী টিভি ও পাকিস্তানের পিটিভি।

৩০ মে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। লন্ডনের কেনিংটন ওভালে একই সময়ে শুরু সেই ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৪।

পাকিস্তান ও ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল মাশরাফির দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে এই দুই দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ নিয়ে তাই সবার বাড়তি আগ্রহ রয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়