ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান অধিনায়ক

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান অধিনায়ক

সরফরাজ আহমেদ

ক্রীড়া ডেস্ক : ২০১৫ বিশ্বকাপের পর থেকেই বদলে গেছে বাংলাদেশ দলের চেহারা। প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর ঘরের মাঠে তিন পরাশক্তি পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। আছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ও। সবশেষ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠেছে বাংলাদেশ দল। আর বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের সিমিত ওভারের অধিনায়ক সরফরাজ আহমেদ।

১ জুন শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বাংলাদেশ, পাকিস্তান এখন ইংল্যান্ডে। মূল টুর্নামেন্ট শুরুর আগে শনিবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে শুক্রবার প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে কথা বলেছেন সরফরাজ। সেখানেই এক প্রশ্নের জবাবে বাংলাদেশকে নিয়ে মুগ্ধতার কথা জানান পাকিস্তান অধিনায়ক।

বাংলাদেশ প্রসঙ্গে সরফরাজ বলেছেন, ‘গত দেড় বছর ধরে বাংলাদেশ খুব ভালো পারফর্ম করেছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচটি উভয় দলের জন্যই ভালো সুযোগ। উভয় দলই ম্যাচ জিততে চাইবে। সুতরাং এটি একটি ভালো অনুশীলন ম্যাচ হবে।’

‘গত কয়েক বছরে ওরা ভালো করেছে এবং তামিম ইকবালের মতো ব্যাটসম্যানকে দেখব আমরা, যদি আমরা সেমিফাইনাল খেলি’- যোগ করেন পাকিস্তান অধিনায়ক।

চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে পাকিস্তানের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। আইসিসি ইভেন্টে একমাত্র চ্যাম্পিয়নস ট্রফিতেই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। দুই দলের দেখা তিন ম্যাচের দুটিই পাকিস্তান জিতেছে।

অতীত রেকর্ড থেকে তাই অনুপ্রেরণা নিচ্ছেন সরফরাজ, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে আমাদের দারুণ রেকর্ড আছে, যা অন্য প্রতিযোগিতায় নেই; তবে সেখানেও আমরা ভালো করব। আমরা এটি ধরে রাখতে চাই এবং এটা খুবই উপভোগ্য ম্যাচ হবে।’

পাকিস্তান অধিনায়ক জানালেন, তার দলের লক্ষ্য টুর্নামেন্টে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা এবং ট্রফি জেতা, ‘আমাদের হারানোর কিছু নেই। আমরা শুধু আমাদের স্বাভাবিক খেলাটা খেলব। সদ্যই ওয়েস্ট ইন্ডিজে ভালো একটি সিরিজ খেলে এসেছি আমরা। সেখানে খেলোয়াড়রা দারুণ পারফর্ম করেছে। আমরা আশাবাদী, এই টুর্নামেন্টে আমরা ভালো খেলব এবং ট্রফি জিতব।’

তথ্যসূত্র: আইসিসি। 



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়