ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে ফিঞ্চের তাণ্ডব

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রস্তুতি ম্যাচে ফিঞ্চের তাণ্ডব

শট খেলছেন অ্যারন ফিঞ্চ

ক্রীড়া ডেস্ক : লন্ডনের কেনিংটন ওভালের ২২ গজে ব্যাট হাতে তাণ্ডব চালালেন অ্যারন ফিঞ্চ। চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

শনিবার শ্রীলঙ্কার দেওয়া ৩১৯ রানের বড় লক্ষ্যে ভালো শুরু দরকার ছিল অস্ট্রেলিয়ার। ফিঞ্চের সঙ্গে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন এই ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া ওয়ার্নার।

ফিঞ্চ শুরুতে দেখেশুনে খেললেও পরে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হয়েছেন। ডানহাতি ব্যাটসম্যান ৩৯ বলে ফিফটি করার পর পরের পঞ্চাশ করেন ৩৭ বলে।  ব্যক্তিগত ৯৫ থেকে আসেলা গুনারত্নেকে ছক্কা হাঁকিয়ে ৭৬ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক।

শ্রীলঙ্কার পেসার নুয়ান প্রদীপের বলে বোল্ড হওয়ার আগে ১০৯ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১৩৭ রানের টর্নেডো ইনিংসটি সাজান ফিঞ্চ। তার বিদায়ের পরের বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৫.২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৫ উইকেটে ২১৮।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়