ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২ উইকেটে হারল বাংলাদেশ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ উইকেটে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।

বার্মিংহামের এজবাস্টনে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

পাকিস্তান: ৪৯.৩ওভার শেষে ৩৪২/৮

আউট: আজহার আলী ৮, বাবর আযম ১, আহমেদ শেহজাদ ৪৪, হাফিজ ৪৯, সরফরাজ ৫, মালিক ৭২।

বাংলাদেশ:  ৫০ ওভার শেষে ৩৪১/৯।

আউট: ২৭/১ সৌম্য সরকার (১৯), ১৬৯/২ ইমরুল কায়েস (৬১), ২১৯/৩ তামিম ইকবাল (১০২), ২৪৭/৪ মুশফিক (৪৬), ২৯৬/৫ মাহমুদউল্লাহ (২৯), ৩০২/৬ সাকিব (২৩), ৩৩১/৭ মোসাদ্দেক (২৬), ৩৪১/৮ মাশরাফি (১), ৩৪১/৯ মিরাজ (১৩)।

নবম উইকেট জুটিতে জিতল পাকিস্তান: টপ অর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ভালোই চেপে ধরেছিল বাংলাদেশি বোলাররা। কিন্তু শেষপর্যন্ত লো অর্ডারদের কাছে হারতে হলে মাশরাফিদের। নবম উইকেট জুটিতে ফাহিম আশরাফ ও হাসান আলীর অপরাজিত ৯৩ রানের জুটিতে জয় পায় পাকিস্তান। শেষ ৫ ওভারে বাংলাদেশি বোলারদের কড়াভাবে শাসিয়ে রান রেট ১৪ করে তারা তোলে নেন ৭০ রান। ফাহিম আশরাফ ৬৪ ও হাসান আলী ২৭ রানে অপরাজিত থাকেন।

মিরাজের শিকার মালিক: পথের কাঁটা হয়ে দাড়ানো শোয়েব মালিককে অবশেষে ফেরালেন মিরাজ। ব্যক্তিগত ৭২ রানের সময় ইমরুল কায়েসের হাতে ক্যাচ বানিয়ে তাকে সাজঘরে পাঠালেন মিরাজ।

পঞ্চম উইকেটের পতন: পাকিস্তানের পঞ্চম উইকেট শিকার করলেন মোসাদ্দেক হোসেন। এর আগে ব্যক্তিগত ৪৯ রানের মাথায় হাফিজকে আউট করেন শফিউল ইসলাম। এরপর দলীয় ১৬৮ রানের মাথায় পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে সানজামুলের হাতে ক্যাচে পরিনত করে সাজঘরে পাঠান মোসাদ্দেক।

শেহজাদকে ফেরালেন সাকিব: ক্রিজে বিপদজনক হয়ে ওঠা আহমেদ শেহজাদকে ফেরালেন সাকিব আল হাসান। ১৪তম ওভারে করা সাকিবের তৃতীয় বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শেহজাদ। আউট হওয়ার আগে ৪০ বলে ৪৪ রানের ইনংস খেলেন তিনি।

তাসকিনের পর মাশরাফির আঘাত: তাসকিনের পর পাকিস্তান শিবিরে ব্যাক টু ব্যাক আঘাত হানলেন মাশরাফি। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মাশরাফির বলে মুশফিকের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন বাবর আযম।

শুরুতেই তাসকিনের আঘাত: পাকিস্তান শিবিরে শুরুতেই আঘাত হানলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। দলীয় ১৪ রানের সময় পাকিস্তান ওপেনার আজহার আলীকে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে আজহারকে ফেরান তাসকিন।

সেঞ্চুরির পর ফিরলেন তামিম: পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ফিফটির পর সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। ফিফটির পর শতরানে পৌঁছতে তামিম খেলেন ৪৯টি বল। মোট ৮৮ বলে সেঞ্চুরির দেখা পান তিনি। ৯ চার ৪টি ছক্কায় শতরানে পৌঁছেন দেশসেরা এ ওপেনার। ব্যক্তিগত ১০২ রান করে সাদাব খানের বলে জুনায়েদ খানের হাতে ধরা পড়েন তামিম।

তামিমের ফিফটি : সৌম্যর বিদায়ের পর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তোলেছেন তামিম ইকবাল। শুরতে ধীর ব্যাটিং করলেও সৌম্যের আউটের পর মারমুখী ভঙ্গিতে দেখা যায় দেশসেরা এ ওপেনারকে। পাকিস্তানি বোলার ফাহিম আশরাফের করা ১৪তম ওভারের প্রথম বলটি বাউন্ডারিতে পাঠিয়ে ফিফটি পূরণ করেন তামিম। ফিফটি পূরণ করতে ৩৯ বল মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।
 



শুরুতেই ফিরলেন সৌম্য: দুর্দান্ত শুরুর পর সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে ঝড়ো ব্যাটিংয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ১৯ রানে জুনায়েদ খানের বলে বাবর আযমের হাতে ধরা পড়েন সৌম্য।

আগামী ৩০ মে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়