ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ানডে ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ানডে ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : চোখ কপালে উঠার উপক্রম। ওয়ানডে ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি। তাও আবার মাত্র ২৬ বছর বয়সে! এ যেন কল্পনাকেও হার মানাবে।

পাকিস্তানের এক ক্রিকেটার কল্পনাকেও হার মানিয়েছেন। বিলাল এরশাদ পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ৩২০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। একদিনের ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসাবে ৩০০ রানের মাইলস্টোন পার করেছেন এরশাদ।

নতুন প্রতিভাদের তুলে আনতে প্রতি বছর ৯৮ জেলাভিত্তিক ক্লাব টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান। টুর্নামেন্টের নাম ফজল মেহমুদ ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার মুখোমুখি হয় পাকিস্তানের শাহিদ আলম বক্স ক্রিকেট ক্লাব এবং আল রেহমান ক্রিকেট ক্লাব। শাহিদ আলমের হয়ে টুর্নামেন্টে অংশ নেন বিলাল এরশাদ।

মাত্র ১৭৫ বলে ৩২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এরশাদ। পুরো ইনিংসে ৪২টি চার ও ৯টি ছক্কা মেরেছেন এরশাদ। তার টর্নেডো ইনিংসে শাহিদ আলম ৫৫৬ রান তুলে। জবাবে ১৪৫ রানে শেষ হয় আল রেহমান ক্রিকেট ক্লাবের ইনিংস। ৪১১ রানে জয় পায় বিলাল এরশাদের দল।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান ২৬৮। ইংল্যান্ডের আলি ব্রাউন সারের হয়ে গ্লামারগনের বিপক্ষে ২০০২ সালে ২৬৮ রান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২৬৪ রান করেছিলেন রোহিত শর্মা। ২০১৪ সালে ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করেন রোহিত। সব মিলিয়ে মোট ২১ ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে দুই শতাধিক রান করেছেন। সর্বপ্রথম করেছিলেন অ্যালন বারো ১৯৭৫ সালে নাতালের হয়ে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে জিলেট কাপে ২০২ রান করেছিলেন অ্যালন।

ব্যক্তিগত রেকর্ড ভাঙার পাশাপাশি জুটির রেকর্ডও গড়েছেন বিলাল। দ্বিতীয় উইকেটে জাকির হোসেইনকে নিয়ে ৩৬৪ রানের জুটি গড়েন বিলাল এরশাদ। ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মারলন স্যামুয়েলস ও ক্রিস গেইল ৩৭২ রান করেছিলেন, যা এখনও সবার উপরে রয়েছে। তবে দলীয় রানে শাহিদ আলম ক্লাবের সংগ্রহ সবার উপরে। তাদের ৫৫৬ রান ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ। ৪১১ রানের জয়ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ। 



রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়