ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বল টেম্পারিংয়ের অভিযোগে হতাশ ডি ভিলিয়ার্স

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বল টেম্পারিংয়ের অভিযোগে হতাশ ডি ভিলিয়ার্স

সেই ঘটনায় আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবি ডি ভিলিয়ার্সের

ক্রীড়া ডেস্ক : এখনো এক বছর হয়নি। গত নভেম্বরে হোবার্ট টেস্টে চুইংগামের লালা মাখিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসির বিরুদ্ধে। পরে তাকে শাস্তিও পেতে হয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধেও উঠল এমন অভিযোগ। আম্পায়ারদের তোলা এই অভিযোগে হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া অধিনায়ক।

সাউদাম্পটনে শনিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের ইনিংসের ৩৩তম ওভারের পরের ঘটনা এটি। স্পিনার কেশব মহারাজ ৩৪তম ওভার শুরুর আগে দুই অন ফিল্ড আম্পায়ার রব বেইলি ও ক্রিস গ্যাফানি বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তারা ডি ভিলিয়ার্সকে ডেকে জানান, বলের আকৃতি পরিবর্তিত হয়েছে। এ নিয়ে আম্পায়ার ও প্রোটিয়া অধিনায়কের মধ্যে খানিকটা কথা কাটাকাটিও হয়। যদিও শেষ পর্যন্ত বল পরিবর্তন করেননি আম্পায়াররা।

তবে আম্পায়ারদের এমন অভিযোগ মেনে নিতে পারেননি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘আম্পায়াররা জানিয়েছিল বলের আকৃতি পরিবর্তিত হয়েছে। তখন মনে হচ্ছিল, যেন আমরা দায়ী। ব্যাপারটা নিয়ে আমি খানিকটা হতাশ ছিলাম। বুঝতে পারছি না, আমি কী বলব, আমি হতাশ ছিলাম। বিষয়টি এখন শেষ হয়ে গেছে, আমাদের জরিমানা বা ওরকম কিছুও আর করা হয়নি।’

জরিমানা বা সতর্কবাণী দেওয়ার মতো কিছু ঘটেনি বলে নিজেদের নির্দোষ ভাবার স্বস্তি প্রোটিয়া অধিনায়কের, ‘আমি আম্পায়ারদের বলেছিলাম আমরা বলের আকৃতি পরিবর্তন করার মতো কিছু করিনি। মহারাজ ওই প্রান্ত থেকে পাঁচ ওভার বল করেছিল, স্পিনাররা কয়েক ওভার বল করলে সাধারণত বল ওরকম হয়ে যায়। আমি এই বিষয়ে আমার মতামত ব্যক্ত করেছি। দুর্ভাগ্যজনকভাবে আম্পায়াররা অন্য কিছু ভেবেছিলেন। তবে জরিমানা বা সতর্ক করার মতো কিছু ঘটেনি। এর অর্থ আমরা নির্দোষ ছিলাম।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়