ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির আগে স্টোকসকে নিয়ে শঙ্কা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস ট্রফির আগে স্টোকসকে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক : বর্তমান সময়ে ইংল্যান্ড দলের অন্যতম সেরা তারকা ক্রিকেটার বেন স্টোকস। আগুনে ফর্মে থাকায় কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএলে তিনিই ছিলেন সবচেয়ে দামী ক্রিকেটার। ঘরের মাঠে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও স্টোকসের উপর ভক্তদের প্রত্যাশা অনেক।

তবে চ্যাম্পিয়নস ট্রফির ময়দানি লড়াই শুরুর আগেই স্টোকসকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হাটুর চোটের কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লডর্সে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। ইংলিশদের সিরিজ জেতাতে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্টোকস। সেই সঙ্গে বল হাতে উইকেট নিয়েও দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন এ অলরাউন্ডার। হেডিংলিতে প্রথম ওয়ানডের পর কিছুটা অস্বস্তি ভোগ করলে শনিবার সুস্থ হয় উঠেন স্টোকস।

চ্যাম্পিয়নস লিগে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচের আগে স্টোকসকে বিশ্রামে রাখতে পারে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে দলের সেরা তারকার কাছ থেকে সেরাটা পেতেই এমন সিদ্ধান্ত নিতে পারে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

নিজের ইনজুরি নিয়ে জানতে চাইলে টিএমএসকে স্টোকস বলেন, ‘আমি ফিটনেস সম্পর্কে নিশ্চিত নই। এটি এসে আবার চলে যায়। খারাপ এবং ভালো সময় দুটিই অতিক্রম করছি আমি। সোমবার লর্ডসে চূড়ান্ত ম্যাচটি খেলতে পারবো কিনা জানি না। আমি চূড়ান্ত মুহূর্তটির অপেক্ষায় রয়েছি।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়