ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ডেথ ওভারে রুবেল কার্যকরী হতে পারে’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ডেথ ওভারে রুবেল কার্যকরী হতে পারে’

রুবেল হোসেন

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়নস ট্রফিতে কন্ডিশনের কথা মাথায় রেখে ডেথ ওভারে রুবেল হোসেন কার্যকরী বোলার হতে পারেন বলে মনে করেন জাতীয় দলের ম্যানেজার ও প্রাক্তন পেসার খালেদ মাহমুদ।

ওয়ানডে ম্যাচের ক্ষেত্রে শেষ ১০ ওভারকে ‘ডেথ ওভার’ বলা হয়ে থাকে। আর এই ডেথ ওভারেই বাংলাদেশ কেমন যেন এলোমেলো হয়ে যায়। চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরু আগে শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাই যেমন। আগে ব্যাট করতে নেমে প্রায় সাড়ে তিনশ রান করার পর ২২৭ রানে পাকিস্তানের ৬ উইকেট তুলে নিয়ে নিশ্চিত জয় দেখছিল বাংলাদেশ। শেষ ১০ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে পাকিস্তানের দরকার ছিল ১০৯ রান। সেই ম্যাচ পাকিস্তান জিতেছে ৩ বল বাকি থাকতেই! ব্যাটিংয়েও শেষ ১০ ওভারে তেমন রান তুলতে পারেনি বাংলাদেশ।

ডেথ ওভারের বোলিং নিয়ে রোববার ঢাকায় খালেদ মাহমুদ বলেছেন, ‘ডেথ বোলিংটা আমাদের সব সময় দুশ্চিন্তার। এটা কোচ নয়, আমার ব্যক্তিগত মতামত। এ ছাড়াও ডেথ ব্যাটিংটাও ওই অর্থে হয় না, পাওয়ার প্লেতে শেষ সময়ে মারার সময়টা ঠিকভাবে হয় না। গতকালই (শনিবার) দেখেন আমাদের কোনো ব্যাটসম্যান কিন্তু শেষ করে আসতে পারেনি। সাকিব, মাহমুদউল্লাহ কিংবা মোসাদ্দেক যেই বলেন না কেন। একজন ব্যাটসম্যান যদি শেষ করতে পারে তাহলে সব সময়ই ভালো হয়। তাহলে হয়তো ১৫/২০টা রান বেড়ে যায়। আর এটা হলে ম্যাচের চেহারাই বদলে যায়।’

ইংল্যান্ডের কন্ডিশনে ডেথ ওভারে রুবেল কার্যকরী হতে পারেন বলে মনে করেন খালেদ মাহমুদ,  ‘ডেথ বোলিং খুবই গুরুত্বপূর্ণ। মুস্তাফিজ ওই সময় আমাদের চাবিকাঠি। মাশরাফিও অনেক দিন দলকে সমর্থন করে গেছে। তবে আমার মনে হয়, রুবেলই ডেথ বোলিংয়ে আমাদের মূলমন্ত্র হতে পারে। সেই ওই সময় খুব নিয়ন্ত্রিত বোলিং করে। লাইন লেংথ খুব ভালো থাকে। আয়ারল্যান্ডে ভালো বোলিং করেছে। কন্ডিশন মাথায় রেখে ওই সময় রুবেল কার্যকরী হতে পারে।’

‘আমি কোন লেংথে বল করলে ব্যাটসম্যানদের আটকাতে পারব। ঢাকায় বল করলে একটা লেংথে বল করেন ইংলিশ কিংবা অস্ট্রেলিয়ান কন্ডিশনে একটু আলাদা। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা উইকেটের একটা আলাদা লেংথ থাকে। আপনি দেশের বাইরে যত খেলবেন তত এটা জানবেন, তত অভিজ্ঞতা হবে। এটা তাড়াতাড়ি রপ্ত করতে হবে, এটাই পার্থক্য’- যোগ করেন খালেদ মাহমুদ। 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়