ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফিফা কনফেডারেশনস কাপের সূচি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিফা কনফেডারেশনস কাপের সূচি

ক্রীড়া ডেস্ক : শনিবার শুরু হচ্ছে মহাদেশীয় সেরাদের মহারণ ফিফা কনফেডারেশনস কাপ। যেটিকে বলা হয়ে থাকে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল।

প্রতি বিশ্বকাপের ঠিক আগের বছর বিশ্ব ফুটবলের ছয় অঞ্চলের চ্যাম্পিয়নসহ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশকে নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। ২০১৮ সালের বিশ্বকাপ হবে রাশিয়ায়, তাই স্বাগতিক দেশ হিসেবে এবারের কনফেডারেশনস কাপে খেলার সুযোগ পেয়েছে দেশটি। কনফেডারেশনস কাপের দশম আসর এটি।

‘এ’ গ্রুপে স্বাগতিক রাশিয়ার সঙ্গে আছে নিউজিল্যান্ড, মেক্সিকো ও পর্তুগাল। ‘বি’ গ্রুপে খেলবে চিলি, অস্ট্রেলিয়া, ক্যামেরুন ও জার্মানি। শনিবার সেন্ট পিটার্সবার্গের ক্রেসতোভস্কী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে রাশিয়ার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এক নজরে টুর্নামেন্টের সূচি দেখে নিন।

গ্রুপ পর্ব

ম্যাচ

তারিখ

খেলা

বাংলাদেশ সময়

ভেন্যু

১৭ জুন

রাশিয়া-নিউজিল্যান্ড

রাত ৯টা

সেন্ট পিটার্সবার্গ

১৮ জুন

পর্তুগাল-মেক্সিকো

রাত ৯টা

কাজান

১৯ জুন

ক্যামেরুন-চিলি

রাত ১২টা

মস্কো

১৯ জুন

অস্ট্রেলিয়া-জার্মানি

রাত ৯টা

সোচি

২১ জুন

রাশিয়া-পর্তুগাল

রাত ৯টা

মস্কো

২২ জুন

মেক্সিকো-নিউজিল্যান্ড

রাত ১২টা

সোচি

২২ জুন

ক্যামেরুন-অস্ট্রেলিয়া

রাত ৯টা

সেন্ট পিটার্সবার্গ

২৩ জুন

জার্মানি-চিলি

রাত ১২টা

কাজান

২৪ জুন

মেক্সিকো-রাশিয়া

রাত ৯টা

কাজান

১০

২৪ জুন

নিউজিল্যান্ড-পর্তুগাল

রাত ৯টা

সেন্ট পিটার্সবার্গ

১১

২৫ জুন

জার্মানি-ক্যামেরুন

রাত ৯টা

সোচি

১২

২৫ জুন

চিলি-অস্ট্রেলিয়া

রাত ৯টা

মস্কো

সেমিফাইনাল

১৩

২৮ জুন

গ্রুপ এ চ্যাম্পিয়ন-গ্রুপ বি রানার্সআপ

রাত ১১টা

কাজান

১৪

২৯ জুন

গ্রুপ বি চ্যাম্পিয়ন- গ্রুপ এ রান

রাত ১১টা

সোচি

তৃতীয় স্থান নির্ধারণী

১৫

২ জুলাই

ম্যাচ ১৩ বিজিত- ম্যাচ ১৪ বিজিত

বিকেল ৫টা

মস্কো

ফাইনাল

১৬

২ জুলাই

ম্যাচ ১৩ জয়ী-ম্যাচ ১৪ জয়ী

রাত ১১টা

সেন্ট পিটার্সবার্গ



 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়